সিপিএল শেষে জাতীয় লিগে খেলবেন সাকিব?

ছবি: ছবিঃ সিপিএল

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার জন্য ১১ অক্টোবর পর্যন্ত অনাপত্তিপত্র পেয়েছিলেন সাকিব। তবে তাঁর দল বার্বাডোস ট্রাইডেন্টস ফাইনালে ওঠায় অনাপত্তিপত্রের মেয়াদ দুইদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১২ অক্টোবর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তবে সিপিএল শেষে সাকিব জাতীয় ক্রিকেট লিগে খেলবেন কিনা, বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

বিসিবি বিষয়টি ছেড়ে দিয়েছে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সিদ্ধান্তের ওপর। জাতীয় দলের টেস্ট এবং টি-টোয়েন্টি দলে থাকা প্রত্যেকেরই জাতীয় ক্রিকেট লিগে দুটি ম্যাচ খেলা বাধ্যতামূলক করেছে বিসিবি। তবে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত কোচের পরিকল্পনা মতেই হবে বলে জানিয়েছেন আকরাম।
তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ কোচের ওপর, কোচের পরিকল্পনাই আমরা অনুসরণ করছি। যারা টি-টোয়েন্টি এবং টেস্ট; দুই ফরম্যাটে খেলবে তাদের দুটি (জাতীয় ক্রিকেট লিগে) ম্যাচ খেলতে হবে। তিনি যেটা বলবে সেটাই করা হবে। কোচের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হবে।’
সিপিএল শেষে ১৩-১৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে সাকিবের। বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এরপর থেকেই সাকিব ব্যস্ত ক্রিকেট নিয়ে। বিসিবি তাই সাকিবের বিশ্রামের ব্যাপারটিও বিবেচনা করছে।
এ প্রসঙ্গে আকরাম বলেছেন, ‘সে ১৩-১৪ তারিখের দিকে পৌঁছাবে। তারও বিশ্রামের দরকার আছে। কারণ সে সর্বশেষ সিরিজে জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের সঙ্গে খেলার পরপরই সেখানে খেলতে গেছে।’
রবিবার দিবাগত রাতে সাকিবের বার্বাডোস ট্রাইডেন্টস মুখোমুখি হচ্ছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। সিপিএলে দ্বিতীয় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে আছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।