বৃষ্টি ছাপিয়ে রাব্বির ঝলক

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টির বাগড়ায় জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) উদ্বোধনী দিনে মাঠে নামতে পারেনি বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগ। দ্বিতীয় দিনেও বৃষ্টির কারণে প্রায় সারাদিনই বন্ধ ছিল খেলা। পুরো দিনে খেলা হয়েছে মাত্র ৩১ ওভার।
স্বল্প সময়ের মধ্যেই সিলেটের ব্যাটসম্যানদের পরীক্ষা নিয়েছেন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল।
বোলিংয়ে নেমে অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বির সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বরিশালের বোলাররা। তাঁরা মাত্র ৩৬ রানের মধ্যেই সিলেটের শীর্ষ ৩ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান তাঁরা।

ব্যক্তিগত ৬ রানে সিলেটের ওপেনার ইমতিয়াজ হোসেন আউট হন রাব্বির বলে রাফসান আল মাহমুদের হাতে ক্যাচ দিয়ে। এরপর আরেক ওপেনার তৌফিক খানকে ব্যক্তিগত ১৬ রানে নুরুজ্জামানের ক্যাচ বানিয়ে আউট করেন রাব্বি।
টপ অর্ডার ব্যাটসম্যান রাহাতুল ফেরদৌসকে বেশিদূর এগোতে দেননি তৌহিদুল। রাহাতুলকে ব্যক্তিগত ৪ রানে তিনি নুরুজ্জামানের ক্যাচ বানান। এরপর দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান অলক কাপালি এবং জাকির হাসান।
এই দুজন অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। জাকির অপরাজিত আছেন ৩২ রান করে। অলক অপরাজিত আছেন ৮ রান করে।
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট বিভাগঃ ৬৮/৩ (৩১ ওভার) (জাকির ৩২*, অলক ৮*; রাব্বি ২/১৩)