promotional_ad

সানির ৫ উইকেট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটনের মধ্যকার দ্বিতীয় স্তরের ম্যাচে প্রথম দিন বৃষ্টি বাধা দেয়ায় খেলা হয়েছিল মাত্র ৫১ ওভার। এদিন ব্যাটিং করে তিন উইকেটে ১৪৭ রান করে চট্টগ্রাম বিভাগ। ঢাকা মেট্রোর হয়ে তিনটি উইকেট নেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।


সানির পাঁচ উইকেটঃ প্রথম দফায় বিপ টেস্টে ১১ তুলতে পারেননি আরাফাত সানি। দ্বিতীয় বারে ১ মার্ক কমিয়ে ১০ পয়েন্ট নিয়ে বিশেষ বিবেচনায় পাশ করে যাওয়া আরাফাত সানি ঢাকা মেট্রোর হয়ে তুলে নিয়েছেন পাঁচ উইকেট। সবকটি উইকেটই এসেছে দ্বিতীয় দিন। চা বিরতির পর ১৪ বল খেলা মেহেদি হাসানকে লেগ বিফর এবং প্রথম বলেই নোমান চৌধুরীকে বোল্ড করেছেন এই স্পিনার।


সানির জোড়া আঘাতঃ অঙ্কনের বিদায়ের পর তাসামুলকে সঙ্গে নিয়ে দলের রান বাড়াতে থাকেন মাসুম খান। নিজেদের মধ্যে ৫৭ রানের জুটি গড়ার পর আরাফাত সানির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটসম্যান। এরপরের বলেই মিনহাজুল আবেদীন আফ্রিদিকে বোল্ড করেন এই স্পিনার। দুই ব্যাটসম্যান বিদায় নিলেও ব্যক্তিগত ৮৬ রানে অপরাজিত থেকে চা বিরতিতে গিয়েছেন তাসামুল হক।



promotional_ad

তাসামুলের ফিফটিঃ


এরপর জুটি বাঁধেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং তাসামুল হক। এই দুজনের ৫০ রানের জুটিতে দলীয় ২০০ পার করে চট্টগ্রাম। তাসামুল তুলে নেন ফিফটি। কিন্তু দলীয় ২১৮ রানে অঙ্কনকে ৩০ রানে বিদায় করেন আরাফাত সানি।


পিনাকের বিদায়ঃ


দ্বিতীয় দিন সকালে ব্যাটিং করতে নেমে শুরুতেই পিনাক ঘোষের উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। ৩২ রান করে উইকেট রক্ষক জাবিদ হোসেনের হাতে শহিদুল ইসলামের ওভারে ক্যাচ তুলে দেন তিনি।



সংক্ষিপ্ত স্কোরঃ 


চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসঃ ২৮৬/৭ (৯৫ ওভার) (তাসামুল ৮৬*) (মাহমুদউল্লাহ্‌ ৩/৪৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball