উদ্বোধনী দিনেই তিন ভেন্যুতে বৃষ্টি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপনডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগের ২১তম আসরের শুরুর দিনে বৃষ্টির কবলে পড়ল তিনটি ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটনের ম্যাচটি ছাড়া একটি ম্যাচও এখন পর্যন্ত মাঠে গড়ায়নি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগের প্রথম স্তরের ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। এখন পর্যন্ত টসও হয়নি খেলাটির।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হচ্ছে না। খুলনা বিভাগ এবং রংপুর বিভাগের প্রথম স্তরের সেই ম্যাচেও এখনও টস হয়নি।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগের খেলাটিও ভেজা আউটফিল্ডের কারণে বন্ধ আছে। এই ম্যাচটিরও টস অনুষ্ঠিত হয়নি।
কেবল ঢাকার মিরপুরে চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটনের মধ্যকার দ্বিতীয় স্তরের ম্যাচটি হচ্ছে। শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক মুমিনুল হক।
শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম সংগ্রহ করেছে ২৪ ওভারে এক উইকেটে ৮২ রান। উইকেটে আছেন তামিম ইকবাল (২৫*) এবং পিনাক ঘোষ (০*)।