তিন ধরনের উইকেট চান রাজ্জাক
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগে তিন ধরনের উইকেট চান আব্দুর রাজ্জাক। ব্যাটিং উইকেট, টার্নিং উইকেট এবং পেস বান্ধব উইকেট- এই তিন ধরনের উইকেটে খেলা হলে জাতীয় লিগ আরও জমজমাট হবে বলে মনে করেন বাংলাদেশের অভিজ্ঞ এই স্পিনার।
রবিবার মিরপুরে রাজ্জাক বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি তিন ধরনের উইকেটে খেললে ভালো হবে। আমরা যখন দেশে টেস্ট খেলছি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিপক্ষে, আমাদের টার্নিং উইকেট হওয়া উচিত। আবার ব্যাটিং উইকেটও দরকার।’
‘আমরা কিন্তু কোথাও কোথাও ব্যাটিং উইকেটও পেতে পারি। তখন আমাদের ব্যাটসম্যানদের যেন ওই চিন্তাটুকু থাকে যে, এই উইকেটে আমরা কীভাবে ব্যাটিং করব। কীভাবে লম্বা সময় ধরে খেলতে পারব। আর পেস বান্ধব কন্ডিশনে আমাদের বাইরে খেলতে হয়। এগুলো ঘরোয়া লিগেও থাকা উচিত।’ যোগ করেন রাজ্জাক।
ঘরের মাঠে সব সময় টার্নিং উইকেটে খেলে বাংলাদেশ। স্পিনিং উইকেটে খেলা হলেও সব সময় কাঙ্খিত জয় তুলে নিতে পারেন না সাকিব-তামিমরা। প্রতিপক্ষের স্পিনারদের কবলে উইকেট বিলিয়ে দেয় বাংলাদেশের ব্যাটসম্যানরা। এ কারণে ঘরোয়া লিগে টার্নিং উইকেটে খেলে নিজেদের প্রস্তুত করতে পারে ব্যাটসম্যানরা, মনে করেন রাজ্জাক।
তিনি আরও বলেন, ‘যদি ওদের ১-২ টা স্পিনার থাকে তাকে যেন আমাদের ভয় পেতে না হয়। তো আমরা যদি আমাদের ঘরোয়া ক্রিকেটে সেই প্রস্তুতি নিয়ে ফেলি তাহলে ভালো। শুধু যে ঘাসের উইকেটে খেললেই হয়ে গেল, সেটা না।’
‘যেহেতু আমরা একটা নিয়ম তৈরি করে ফেলেছি। যাতে করে ওদের একটা স্পিনার থাকলে আমরা ভয় না পাই। আমাদের ব্যাটসম্যানরা যেন আরেকটু ভালো খেলে।'
নীতিনির্ধারক এবং আয়োজকদের কাছে অবশ্য এখনই কোনও প্রত্যাশা করছেন না বাঁহাতি এই স্পিনার, ‘আমার মনে হয়, শুধু আমি না, যারা ওই পজিশনে আছে, নীতি নির্ধারক বা আয়োজক- ওদের মাথায়ও এটা আছে। হয়তো এমনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের হয়তো কিছু স্বল্পতা আছে এখনও। এগুলো হয়তো খুব দ্রুত ঠিক হয়ে যাবে।’
