জাতীয় লিগে প্রমাণ করার কিছু নেইঃ আফিফ
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কয়েকদিন পরই শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। গেল কয়েকবারের চাইতে বেশ জাঁকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাতীয় লিগ। যদিও আসন্ন এই লিগে নিজেকে প্রমাণের তেমন গুরুত্বপূর্ণ কিছু দেখছেন না অলরাউন্ডার আফিফ হোসেন।
বাংলাদেশ 'এ' দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছেন আফিফ। সেখান থেকে এসেই জাতীয় লিগে যোগ দেবেন তিনি।

গণমাধ্যমকে বলেন, 'এখানে তো প্রমাণ করার কিছু নেই। আমি শেষ যেসব এনসিএল বা বিসিএল খেলেছি, ওখানে রান করেছি। চারটি সেঞ্চুরি আছে। প্রতিটি আসরই মোটামুটি ভালো যাচ্ছে। তো এই আসরেও আশা করছি, শ্রীলঙ্কা থেকে এসে যেন ভালো করতে পারি।'
ক্যারিয়ারে ১৮টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন আফিফ। ২৯ ইনিংসে ব্যাটিং করে ৩০.৫৫ গড়ে করেছেন ৮২৫ রান। যার মধ্যে আছে চারটি সেঞ্চুরি। সর্বোচ্চ ১৪২ রান।
জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন মুখ আফিফ। এরই মাঝে খেলেছেন পাঁচটি ম্যাচ। কিছুদিন আগে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ৫২ রানের একটি ইনিংস খেলে ম্যাচ জেতান তিনি। যদিও আলাদাভাবে কোনো ফরম্যাটে নিজেকে বিশেষজ্ঞ প্রমাণ করার ইচ্ছে নেই তাঁর।
'কোন ফরম্যাটের জন্য নিজেকে ভালো প্রমাণ করতে পারব সেটা আমি বলতে পারব না। কিন্তু যেখানেই আমার সুযোগ আসবে সেখানেই আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করব।' বলেছেন আফিফ।