হতাশার মাঝেও তালহার সন্তুষ্টি
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগের বিপ টেস্টে মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেনদের মতো অনেক ক্রিকেটারই ব্যর্থ হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেঁধে দেয়া মানদণ্ড ছুঁতে পারেননি অনেকেই। এসবের মাঝেও নিজ দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ঢাকা মেট্রোর কোচ তালহা জুবায়ের।
দলের দুই-একজন ক্রিকেটার ছাড়া সবাই ফিটনেস টেস্টে পাশ করেছে ঢাকা মেট্রোর। এ কারণেই বেশ আত্মবিশ্বাসী জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।

বৃহস্পতিবার তালহা বলেন, ‘ফিটনেসের দিক থেকে বেশিরভাগ দলের অবস্থাই ভালো। অনেক বেশি ক্রিকেটাররা যে ফেল করেছে, তা কিন্তু না। আমাদের দলেও ২-১ জন বাকি আছে, যাদের ছয় তারিখে আবার পরীক্ষা হবে।’
‘এ কারণেই আমরা টিম দিতে পারছি না। পরীক্ষার পর আমরা টিম দিয়ে দিব। আমার দলের ফিটনেস নিয়ে আমি খুশি। সবার ফিটনেস ভালো আছে।’
ম্যাচের ফিটনেস এবং বিপ টেস্টকে আলাদাভাবে দেখছেন নাসির হোসেন, আরাফাত সানির মতো ক্রিকেটাররা। এক্ষেত্রে তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তালহা। আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ঘরোয়া ক্রিকেটে ক্যারিয়ার গড়তে ফিটনেস টেস্ট কতোখানি গুরুত্বপূর্ণ সে কথাও তুলে ধরেছেন তিনি।
তালহা জুবায়ের বলেন, ‘আপনি যদি আন্তর্জাতিক ক্রিকেটে নাও খেলেন, যদি দেশের সব ধরনের ক্রিকেটে অংশ নিয়ে ক্যারিয়ার লম্বা করতে চান, তাহলেও ফিটনেস বেশ গুরুত্বপূর্ণ। ওই দিক থেকে চিন্তা করলেও ফিটনেস সবারই লাগে।’