হঠাৎ অন্ধকারে মিরপুর স্টেডিয়াম

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুরের হোম অফ ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা দেড় ঘন্টা পড়ে শুরু হয়েছে। যেকারণে ম্যাচের দীর্ঘ কমিয়ে আনা হয়েছে ১৮ ওভারে। সাকিবের আমন্ত্রণে এখন ব্যাটিং করছে জিম্বাবুয়ে।
হঠাৎ অন্ধকারে মিরপুর স্টেডিয়ামঃ
জিম্বাবুয়ের ইনিংসের ১৭তম ওভারের শেষে হঠাৎ করেই বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় মিরপুর স্টেডিয়ামে। ফলে প্রায় ৬ মিনিট খেলা বন্ধ থাকে। এরপর বিদ্যুৎ আসলে আবারও খেলা শুরু হয়।

মোসাদ্দেক-সাইফউদ্দিনের আঘাতঃ
আর্ভাইনকে বিদায় করার পরের ওভারেই নিজের প্রথম উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে বিদায় করেছেন এই পেসার। সাব্বির রহমানের হাতে ৩৪ রান করে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।
এরপরের ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই শন উইলিয়ামসনকে বিদায় করেন মোসাদ্দেক হোসেন। ইনিংসের দশম ওভারে এসে রান আউটের ফাঁদে পড়েন টিমিসেন মারুমা। পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে এখন ব্যাকফুটে আছে সফরকারীরা।
জিম্বাবুয়ের পালটা আক্রমণঃ
প্রথম ৪ ওভারে ২৩ রান দিলেও পরের দুই ওভারে বাংলাদেশের বোলারদের বিপক্ষে পাল্টা আক্রমণ চালান জিম্বাবুয়ের ব্যাটসম্যান ক্রেইগ আর্ভাইন এবং হ্যামিল্টন মাসাকাদজা। পরবর্তী ১২ বলে ২৬ রান তুলে নিয়ে অধিনায়ক সাকিবকে চিন্তায় ফেলে দেন তারা।
সে সময় মুস্তাফিজুর রহমানকে বোলিংয়ে নিয়ে আসেন সাকিব। বল হাতে নিয়েই অধিনায়ককে আনন্দের জোয়ারে ভাসান এই বাঁহাতি পেসার। ক্রেইগ আর্ভাইনকে বিদায় করেন মুস্তাফিজ।
দুই প্রান্তে স্পিনারঃ
জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা যেন শুরুতে সুবিধা না করতে পারেন সে জন্য দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ চালান অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ওভারে ৭ রান দিয়ে শেষ করার পর দ্বিতীয় ওভারে তাইজুল ইসলামকে বোলিংয়ে নিয়ে আসেন তিনি।
আর টি-টোয়েন্টি অভিষেকের প্রথম বলেই উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার। ৬ রান করা ব্রেন্ডন টেলর তার বলে মাহমুদউল্লাহ রিয়াদকে ক্যাচ দিয়ে বিদায় নেন। এই দুই স্পিনার মিলে প্রথম চার ওভারে খরচ করেন মাত্র ২৩ রান।