ভারত বধ ও শিরোপা থেকে এক ধাপ দূরে বাংলাদেশ

ছবি: ছবিঃ আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তোলা থেকে এক কদম দূরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কিন্তু ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। যাদের মুখোমুখি হলেই ধরাশায়ী হয় দলটি। আগামীকাল (১৪ সেপ্টেম্বর) আরও একবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত-বাংলাদেশ।
শ্রীলঙ্কায় আয়োজিত এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশের যুবারা। স্বাগতিক শ্রীলঙ্কা, আরব আমিরাত এবং নেপালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আকবর আলীর দল। সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টি বাধায় ম্যাচ পরিত্যক্ত হলে বেশি ম্যাচ জেতায় ফাইনালে পৌঁছে যান আকবর-তৌহিদরা।
তাই এবার কিছুটা বাড়তি আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে লড়াই করবে আকবরবাহিনী। এছাড়া ইংল্যান্ডে খেলা ত্রিদেশীয় সিরিজে ভারতকে হারানোর স্বাদও আত্মবিশ্বাস যোগাচ্ছে যুবাদের। যদিও টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষেই হেরেছে দলটি।

গত যুব এশিয়া কাপের সেমিফাইনালেও এই ভারতের বিপক্ষে হারতে হয়েছে বাংলাদেশকে। তবে এবার সমানে সমান দুই দল। তাই নির্ভার থেকেই লড়াই করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক আকবর আলী।
ক্রিকফ্রেঞ্জিকে আকবর বলেছেন, ‘যদি দুই দলের শক্তির জায়গার কথা বলি তাহলে বলবো, আমরা সমান সমানই আছি। কেননা আমরা খুব ভালো খেলছি গত এক বছর থেকে। আমরা কোনো দিক থেকেই খারাপ না। আমাদের স্পিন আক্রমণ বলেন, পেস আক্রমণ এবং ব্যাটসম্যানরাও সবাই ভালো ফর্মে রয়েছে। আশা করছি ভালো ফাইনাল হবে এবং আমরা নির্ভার থেকে জিতব।’
ভারতও পিছিয়ে নেই। দুর্দান্ত ফর্মে আছে তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারাও। শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হলে ফাইনালে জায়গা করে নেয় দলটি।
বাংলাদেশের বিপক্ষে তাদের বিগত পারফরম্যান্স বাড়তি আত্মবিশ্বাস যোগাবে, এটাই স্বাভাবিক। তবে আগামীকালের ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রত্যাশা করছেন দুই দলের। কিন্তু একাদশ বাছাইয়ে কিছুটা চিন্তা করতে হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে।
দুর্দান্ত ফর্মে থাকা ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব নেপালের বিপক্ষে ম্যাচে আঙুলে আঘাত পান। যদিও বর্তমানে ম্যাচ খেলার জন্য নিজেকে প্রস্তুত ভাবছেন দুই ম্যাচে পাঁচ উইকেট নেয়া এই পেসার। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে দলে রাখার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ (সম্ভাব্য): আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান, তামজিম হাসান সাকিব, শামিম হোসেন ও আশরাফুল ইসলাম সিয়াম।