মন খুলে খেলাই কাল হয়েছে মোসাদ্দেকের

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্রিকেটাররা মন খুলে না খেলার কারণেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশের বলে মন্তব্য করেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু এই মন খুলে খেলাই কাল হয়ে দাঁড়িয়েছে ২৩ বছর বয়সী অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের জন্য। 


রশিদ খানদের বিপক্ষে প্রথম ইনিংসে অপরাজিত ৪৮ রানের দারুণ একটি ইনিংস খেলেন মোসাদ্দেক। কিন্তু এরপর দ্বিতীয় ইনিংসে জহির খানের বল উড়িয়ে মারতে গিয়ে আসগর আফগানের তালুবন্দি হতে হয় তাঁকে।


promotional_ad

ম্যাচের ঐ মুহূর্তে এভাবে বড় শট খেলার কোনো প্রয়োজন ছিল না বলে মনে করছেন অনেকেই। এভাবে উইকেট ছুঁড়ে দিয়ে আসাতে মোসাদ্দেককেও দাঁড়াতে হচ্ছে কাঠগড়ায়। মোসাদ্দেক অবশ্য মন খুলে খেলার প্রবণতাকেই দায়ী করেছেন এক্ষেত্রে। 


জাতীয় দলের এই অলরাউন্ডার বলেন, 'দেখুন বিষয়টি এমন হয়েছে যে মন খুলে খেলতে গিয়ে আমি আউট হয়েছি। এটি নিয়েও আমার এখন প্রশ্নের উত্তর দেয়া লাগছে। আমি এখন কোন দিকে যাবো সেটি নিজেই বুঝতে পারছি না।'


আফগানদের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে টেস্ট হারের পর এবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের মিশনে নামবে বাংলাদেশ। এই সিরিজটির প্রতি বেশি গুরুত্ব দিতে চাইছেন মোসাদ্দেক। তাঁর ভাষায়, 'সামনে টি-টোয়েন্টি রয়েছে, আমি মনে করি এখানে বেশি ফোকাস করা উচিত এবং এটির উপরে আমরা আস্থা রাখছি এবং একটি ম্যাচ জিতে আমরা মোমেন্টাম আমাদের দিকে নিয়ে আসবো ইনশাল্লাহ।'  


আগামী ১৩ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। সিরিজটিকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে সাকিব আল হাসানদের দল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball