ব্যাটিং বিপর্যয়ে টাইগার যুবারা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ যুব দলঃ ৬২/২ (১৪ ওভার) (মাহমুদুল ২৫*, হৃদয় ৩*)
ইতোমধ্যে যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে আকবর আলীর দল। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদে?? যুব দল।

ব্যাটিং বিপর্যয়ে টাইগার যুবারাঃ
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার তানজিদ হাসান এবং মাহমুদুল হাসান। তানজিদ ১৭ রান করে ফিরলে ৩০ রানে এই জুটি ভাঙে। মাহমুদুলকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি পারভেজ হোসেন ইমন। তিনি আউট হয়েছেন মাত্র ১০ রান করে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ আকবর আলী (অধিনায়ক) তানজিদ হাসান, পারভেজ হোসেন, অনিক সরকার, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, তামজিম হাসান সাকিব, শাহীন আলম, মিনহাজুর রহমান এবং আশরাফুল ইসলাম সিয়াম।
স্ট্যান্ডবাইঃ হাসান মুরাদ, অমিত হাসান, অভিষেক দাস, মোহাম্মদ রিশাদ হোসেন ও প্রান্তিক নওরোশ নাবিল।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলঃ নিপুন ধনঞ্জয়া (অধিনায়ক), রাবিন্দু রাসান্থা, সান্দুন মেন্ডিস, কাবিন্দু নাবিশান, আহান ভিক্রামাসিংহে, নাভোদ পারানাবিথানা, কামিল মিশারা (উইকেটরক্ষক), আশিয়ান ড্যানিয়েল, দিলশান মাদুসঙ্কা, আমশি ডি সিলভা, ইয়াসিরো রদ্রিগো, আভিশকা থারিন্দু, থভেশা কহদুওয়ারাছি, রোহান সঞ্জয়া, কামিন্দু উইজেসিংহে।