promotional_ad

মালিঙ্গার রেকর্ড তরুণদের অনুপ্রেরণা

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মালিঙ্গার হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেট প্রথমবারের মতো দেখেছিল উইকেটের ডাবল হ্যাটট্রিক। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই আগুন ঝরা বোলিং করেছিলেন তিনি। এর আগে ১৩০ বছরেও এমনটা কেউ করে দেখাতে পারেননি। এবার টি-টোয়েন্টিতেও চার বলে ৪ উইকেট নিয়েছেন মালিঙ্গা।


শুক্রবার (৬ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বিধ্বংসী সব ইয়র্কারে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো চার বলে ৪ উইকেট নিয়েছেন তিনি। দারুণ এই রেকর্ডের পর মালিঙ্গা জানিয়েছেন, এই রেকর্ড নিজ চোখে দেখা তাঁর সঙ্গের তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা।



promotional_ad

এ প্রসঙ্গে মালিঙ্গা বলেন, 'সব তরুণ খেলোয়াড় যারা আমার সঙ্গে খেলছে তাঁরা এটা নিজের চোখে দেখেছে। আমি মনে করি এটা তাদের জন্য অনুপ্রেরণা। আমি আরও মনে করি তাঁরা এরকম কিছু করে দেখাতে পারে।'


২০০৭ বিশ্বকাপে রিভার্স সুইং, ভেতরে ঢোকা বলে তিনি বোকা বানিয়েছিলেন শন পোলক, অ্যান্ড্রু হল, জ্যাক ক্যালিস ও মাখায়া এনটিনিকে। এবার আউট সুইং আর লেট সুইং ইয়র্কারে কলিন মুনরো, হামিশ রাদারফোর্ড, কলিন ডি গ্রান্ডহোম এবং টিম সেইফার্টকে আউট করেছেন।


ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে দুটি ডাবল হ্যাটট্রিকের মালিক এখন মালিঙ্গা। অনন্য এই কীর্তিকে সাধারণ আরেকটি মাইলফলক হিসেবেই দেখছেন শ্রীলঙ্কার এই টি-টোয়েন্টি অধিনায়ক। ক্যারিয়ারের শেষ পথে এই অর্জন অবশ্য তাঁকে অনেক আনন্দ দিচ্ছে।



'এটা আমার জন্য আরেকটি মাইলফলক মাত্র। এটা আজ হয়েছে এবং এটা এখন ইতিহাস কিন্তু কাল যদি আমার খারাপ দিন যায় তাহলে এই চার উইকেট এবং অন্যসব মাইলফলক কেউ মনে রাখবে না। কিন্তু আমি সত্যিই আনন্দিত যে, টি-টোয়েন্টিতেও চার বলে চার উইকেট নিয়েছি। কারণ আমি এখন আমার ক্যারিয়ারের শেষের দিকে।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball