promotional_ad

টেস্ট চ্যাম্পিয়নশিপেই সব নজর বাংলাদেশের

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তাই বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সফরের ব্যর্থতা কাটিয়ে দীর্ঘ ফরম্যাটে বেশি গুরুত্ব দিচ্ছে তারা। 


ভারতের বিপক্ষে মাঠে নামার আগে যদিও নিজেদের ঝালাই করার ভালোই সুযোগ পাচ্ছে সাকিব আল হাসানদের দল। ১৫ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাওয়া জাতীয় দলের ক্রিকেটাররা যেন অন্তত ৭৫ শতাংশ ম্যাচ (জাতীয় দলের ক্রিকেটার) খেলতে পারেন এনসিএলে। 



promotional_ad

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, 'আমরা চাই জাতীয় দল যেন অন্তত ৭৫ শতাংশ ম্যাচ খেলতে পারে। ঈদের ছুটির পর আমাদের একটি সভা হবে। আমরা এটা সেই সভাতে চূড়ান্ত করবো।' 
  
চারদিনের ক্রিকেটের চেয়ে অবশ্য সীমিত ওভারের ক্রিকেটকেই বেশি প্রাধান্য দিতে দেখা যায় জাতীয় দলের খেলোয়াড়দের। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে আগ্রহ আরো বাড়াবে তাদের। বাংলাদেশ দলের টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান মমিনুল হক নিজেও সেটি মানছেন। 


তিনি বলেন, 'টেস্ট চ্যাম্পিয়নশিপ একটি দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে। এর ফলে আমাদের মতো দেশে আগের চেয়ে চার দিনের ম্যাচ খেলার প্রবণতা বাড়বে। টেস্ট চ্যাম্পিয়নশিপ অনেক সম্মানের। সবগুলো দল মাঠে নামবে একটি ভালো ম্যাচের প্রত্যাশায় এবং তারা যেভাবে বিশ্বকাপ জয়ের চেষ্টা করেছিল একইভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপও জিততে চাইবে।'


কয়েকবছর আগেও বড় দলগুলোর বিপক্ষে টেস্ট খেলা অনেকটা মরীচিকার মতো ছিল বাংলাদেশের জন্য। কিন্তু সেই পরিস্থিতি অনেকটাই পাল্টেছে এখন। টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্ভব হওয়ায় ম্যাচ সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে বিশ্বাস মমিনুলের। একই সঙ্গে প্রতিযোগিতাও হবে দারুণ।



৩৫ টেস্টে ২ হাজার ৫৫৮ রান করা মমিনুলের ভাষায়, 'এখানে (টেস্ট চ্যাম্পিয়নশিপ) প্রতিযোগিতা আরো বেশি থাকবে। একই সঙ্গে থাকবে উত্তেজনাও। প্রত্যেকেই নিজেদের সেরাটা দেয়ার জন্য খেলে। এর আগে বড় দলের বিপক্ষে খেলা বিরল ছিল আমাদের জন্য। তবে এখন পরিস্থিতি তেমনটি নেই এবং আমরা প্রায়শই বড় দলের বিপক্ষে খেলি। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের কারনে আগের চেয়ে অবশ্যই ভালো হবে কারণ এর আগে আমি ৩-৫ টেস্ট খেলতাম বছরে, আর এখন আরো টেস্ট খেলবো।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball