বোলিং-ফিল্ডিংয়ে বিশ্বসেরাদের কাতারে বাংলাদেশ!

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বোলিং আর ফিল্ডিংয়ে বিশ্বসেরাদের কাতারে বাংলাদেশ নারী ক্রিকেট দল, মনে করছেন পেসার জাহানারা আলম। স্কটল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব উপলক্ষে নিজেদের প্রস্তুতির কথা জানাতে গিয়ে গণমাধ্যমে এমনটা বলেছেন তিনি।
জাহানারার মতে, বোলিং এবং ফিল্ডিংয়ে বিশ্বসেরাদের কাতারে থাকলেও ব্যাটিংয়ে পিছিয়ে আছেন মেয়েরা।

'বোলিং এবং ফিল্ডিং ইউনিটে আমরা বিশ্বের শীর্ষ দলের একটি। বিভিন্ন সেরা দলকে আমরা কম রানের মধ্যে আটকে ফেললেও ব্যাটিং দিয়ে জেতা হয়ে ওঠে না।' মিরপুরে বলেছেন জাহানারা।
শেষবার মেয়েদের এশিয়া কাপে বোলিং এবং ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে ভালো করেই শিরোপা হাতে নিয়েছিল রুমানা-নিগাররা। এবার সেখান থেকেই অনুপ্রেরণা খুঁজছেন এই নারী পেসার।
'ব্যাটিং ভালো ছিল বিধায় শেষবার আমরা এশিয়া কাপ জিততে পেরেছি। আমার মনে হয় এবার হয়ে যাবে ইনশাআল্লাহ্।'
অবশ্য ব্যাটিং ছাড়াও একটানা ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় পিছিয়ে আছে মেয়েদের ক্রিকেট, অভিযোগ জাহানারার।
'অভিজ্ঞতায় পিছিয়ে আছি আমরা। ওরা যে পরিমাণ ম্যাচ খেলে বা ম্যাচের পর ম্যাচ ওরা হারছে জিতছে, বিভিন্ন কন্ডিশনে। ঐ জিনিসটা থেকে আমরা আসলে পিছিয়ে আছি।'