promotional_ad

পাওয়ার হিটার শূন্যতায় নারী ক্রিকেট দল

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাছাইপর্ব পেরিয়ে আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে বিশ্বকাপের আগে আদর্শ পাওয়ার হিটারের অভাবে রয়েছে দলটি। তাই টি-টোয়েন্টিতে ভালো করতে হলে পাওয়ার হিটিং নিয়ে কাজ করার বিকল্প দেখছেন না দেশের অভিজ্ঞ কোচ এবং নারী দলের অপারেশন্স ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম।


গত এশিয়া কাপে পিঞ্চ হিটিংয়ে নিজেদের সামর্থ্য দেখিয়েছিলেন শামিমা সুলতানা, আয়শা রহমানরা। তবে সীমিত সংখ্যক ব্যাটসম্যানদের নিয়ে সন্তুষ্ট থাকতে চান না নাজমুল আবেদীন। বিশ্বকাপে ভালো করতে হলে এখন থেকেই আক্রমণাত্মক ব্যাটসম্যান প্রস্তুত করার পরামর্শ দিচ্ছেন তিনি।  



promotional_ad

নাজমুল আবেদীন বলেন, ‘পাওয়ার হিটিং বা ১১৫-২০ স্ট্রাইক রেটে খেলা ব্যাটসম্যান আমরা এখনও পাইনি। আমাদের যে এমন ব্যাটসম্যান খুব বেশি আছে তেমনটা না। দুই একজন আছে। যেমন শামিমা সুলতানা, আয়শা রহমানরা আছে। যাদেরকে আমরা ব্যবহার করেছি এশিয়া কাপে কিংবা তারপরেও। ওদের সেই ক্ষমতা আছে চার ছয় মারার। 


কিছু কিছু খেলোয়াড় আছে। তবে এখনও ঘাটতি আছে সন্দেহ নেই। আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। টি-টোয়েন্টিতে যদি ভালো করতে চাই, তাহলে পাওয়ার হিটিং নিয়ে কাজ করতে হবে। এটা বলার অপেক্ষা রাখে না।’   


সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী এমার্জিং দল। সফরে আক্রমণাত্মক ব্যাটিং উপহার দিয়েছেন ১৭ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান সোবহানা মোস্তারি। তাঁর ব্যাটিং দেখে নাজমুল আবেদীন আশা করছেন, এই তরণীই আগামীতে হয়ে উঠবেন নারী দলের ভবিষ্যত পিঞ্চ হিটার।  



তাঁর ভাষায়, ‘আমাদের একজন ব্যাটসম্যান, সোবহানা মোস্তারি যার বয়স এখনও ১৮ হয়নি, তাকে আমরা এই সফরে পাঠিয়েছিলাম। ওর মধ্যে আমরা দেখেছি যে আক্রমণাত্মক খেলার একটা প্রবণতা আছে। ঢাকাতে ও যখন ঘরোয়া ক্রিকেট খেলেছে তখনও দেখেছি ওর মধ্যে এ রকম একটা প্রবণতা আছে।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball