টুর্নামেন্ট সেরা সাকিব, পেয়েছে উইলিয়ামসনঃ পাপন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে নিউজিল্যান্ডকে শিরোপা জেতাতে না পারলেও টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের চোখে আসরের টুর্নামেন্ট সেরা বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
ইংল্যান্ড বিশ্বকাপে ৮ ম্যাচে দুটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরিসহ ৬০৬ রান এবং ১১ উইকেট নিয়েছেন সাকিব। তবু টুর্নামেন্ট সেরার পুরস্কার ওঠেনি সাকিবের হাতে।

এক আসরে সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকারের রেকর্ড ছুঁয়ে ফেলেন সাকিব। শুধু একটি ইনিংসে হাফ সেঞ্চুরি করতে পারেননি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। অবশ্য সে ম্যাচেও ৪১ রান করেন সাকিব।
টুর্নামেন্ট সেরার দৌড়ে সাকিব থাকলেও সেরার মুকুট জিতেছেন উইলিয়ামসন। পুরো টুর্নামেন্টে ১০ ইনিংসে ব্যাট হাতে ৫৭৮ রান করেছেন তিনি। যেখানে ছিল দুটি সেঞ্চুরির সঙ্গে ছিল দুটি হাফ সেঞ্চুরি। কিন্তু পাপন মনে করছেন, উইলিয়ামসন নন, সাকিবই পুরষ্কার পাওয়ার যোগ্য ছিলেন।
তিনি বলেন, ‘কিসের সাথে কি মিলাচ্ছেন, সম্পূর্ণ ভিন্ন এখন। সাকিবের ব্যক্তিগত পারফর্মেন্স দেখেন, আমি তো মনে করি সে সেরা খেলোয়াড়। যদিও পেয়েছে আরেকজন আমার মতে সাকিবই সেরা। এর আগে কখনও এমন হয়েছে? তখন কারও নাম শুনেছেন বাংলাদেশের, যে সেরা খেলোয়াড়।’