promotional_ad

প্রিয় প্রতিপক্ষের হাতে বিশ্বকাপ চান রুবেল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সব লড়াই শেষ। অপেক্ষা এখন মাত্র একটি ম্যাচের। যে ম্যাচ শেষে নতুন এক চ্যাম্পিয়নকে পাবে ক্রিকেটবিশ্ব। সেই ম্যাচের জন্য প্রস্তুত স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ১৪ জুন মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। বাংলাদেশের পেসার রুবেল হোসেনের চাওয়া, স্বাগতিক ইংল্যান্ডের মাথায় উঠুক শ্রেষ্ঠত্বের মুকুট।


২০১৫ বিশ্বকাপে রুবেলের আগুনে বোলিংয়েই স্বপ্নভঙ্গ হয়েছিল ইংল্যান্ডের। অ্যাডিলেডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইয়ন মরগানের দলের বিপক্ষে চার উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছিলেন ডানহাতি এই পেসার।


সেই ম্যাচ হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে ইংলিশরা। তবে এটাই শাপেবর হয়েছে ইংল্যান্ডের জন্য। ২০১৫ বিশ্বকাপের পর পুরোপুরি বদলে যায় দলটি। শেষ চার বছরে সবচেয়ে ধারাবাহিক পারফর্??েন্স করেছে ইংল্যান্ডই। ফেবারিট হিসেবেই এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিল মরগানবাহিনী। 



promotional_ad

দলের ভারসাম্য, পারফর্মেন্সসহ আরও কিছু বিষয় বিবেচনায় রুবেলের চাওয়া, প্রিয় প্রতিপক্ষ ইংল্যান্ডের হাতে উঠুক বিশ্বকাপ শিরোপা। যেহেতু নিজেদের মাঠে ফাইনাল খেলবে ইয়ন মরগান-জো রুটরা, তাই তারাই এগিয়ে থাকবে বলে ধারণা বাংলাদেশ পেসারের। 


রুবেল বলেন, ‘আমার ফেবারিট ইংল্যান্ড। ওদের মাটিতেই খেলা। ওরা ঘরের মাঠে খেলবে। ব্যাটিং, বোলিং মিলে ওদের দলটাও দারুণ। আমি মনে করি ইংল্যান্ডই জিতবে। ওদের বিশ্বকাপ জেতাও উচিত।’


ইংল্যান্ডের সামনে সুযোগ রয়েছে তৃতীয় স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপের শিরোপা জেতার। ২০১১ সালের আগে কোনো স্বাগতিক দেশ বিশ্বকাপ জিততে পারেনি।


২০১১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাসের প্রথম স্বাগতিক দল হিসেবে বিশ্বকাপ ঘরে তোলে ভারত। পরের আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ জেতে পাঁচবারের বিশ্বচাম্পিয়ন অস্ট্রেলিয়া।



এর আগে তিনবার বিশ্বকাপের ফাইনালে খেলেও সোনালী শিরোপা ছুয়ে দেখা হয়নি ইংল্যান্ডের। ১৯৭৯, ১৯৮৭ এবং ১৯৯২ সালের বিশ্বকাপের ফাইনাল খেলেছে ক্রিকেটের জনক দেশটি। রুবেল চান, এবারও যেন শিরোপাটা অধরা না থেকে যায় ইংল্যান্ডের কাছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball