promotional_ad

নিজের ব্যাটিংয়ের ব্যাবচ্ছেদ করে সফল সৌম্য

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


গত নিউজিল্যান্ড সফরের হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে বিরুদ্ধ কন্ডিশনে বীরোচিত ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তিন ইনিংস পেছনে গেলেই হ্যামিল্টনে সৌম্যর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি খুঁজে পাওয়া যাবে। ম্যাচ বাঁচানোর চেষ্টায় সৌম্যর ব্যাট থেকে আসা ১৭১ বলে ১৪৯ রানের স্মরণীয় ইনিংসটি ঢাকা পড়ে যায় ডিপিএল পারফর্মেন্সে।


বিকেএসপিতে রূপগঞ্জের বিপক্ষে কার্যত ফাইনাল ম্যাচে মাত্র ৭৯ বলে ১০৬ রানের চোখ ধাঁধানো ইনিংসের আগের ১১ ইনিংসে মাত্র ১৯৭ রান করেছিলেন সৌম্য। ছন্দ ফিরে পেতে নিজের সহজাত ব্যাটিং থেকে সরে সতর্ক ব্যাটিংও করেছেন তিনি। নিজের ব্যাটিং নিয়ে নিয়মিত ব্যাবচ্ছেদ করে গেছেন, ভালো সময়ের ভিডিও দেখেছেন, খুঁত বের করার চেষ্টা করেছেন। কিন্তু কিছুতেই রানের দেখা পাচ্ছিলেন না এই বাঁহাতি ড্যাশিং ব্যাটসম্যান।



promotional_ad

ঢাকা লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই সকল চেষ্টার মধুর ফল পেলেন সৌম্য। ইনিংসের শুরু থেকেই লিজেন্ডসের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে চড়াও হয়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ফেলে দেন সৌম্য। একের পর এক চোখ ধাঁধানো ড্রাইডে বল বাউন্ডারিতে পাঠিয়ে মাত্র ৩৯ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। দ্বিতীয় ফিফটি স্পর্শ করতে ৩২ বল খরচা করেন সৌম্য। মাত্র ৭১ বলে সেঞ্চুরি করে আবাহনীকে শিরোপার দৌড়ে এগিয়ে রাখেন তিনি। ম্যাচ শেষে নিজের ব্যাটিংয়ের ব্যাবচ্ছেদ করে সফল সৌম্য বলেছেন,


‘না ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন আনি নি। মনোযোগ বাড়ানোর চেষ্টা করেছি। সোজা ব্যাটে ব্যাট করার চেষ্টা করেছি। যেই আউট গুলো হচ্ছিলাম সেগুলো নিয়ে বাসায় গিয়ে চিন্তা করা, আমি ভিন্ন কিছু করতে পারতাম কিনা। আগের যেই ভিডিও গুলো ছিল, সেগুলো দেখেছি। এই বল গুলোয় আমি ওইখানে কি খেলেছি, এখানে কি খেলছি। এই গুলো নিয়েই চিন্তা করেছি।


লিস্ট ‘এ’ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেয়া সৌম্য ২৫তম ওভারে নাবিল সামাদের বলে আউট হন। তাঁর ব্যাটে ভর করে আবাহনী প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৭৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় রূপগঞ্জকে। তবে ইনিংসটি আরও দীর্ঘ হতে পারত বলে মনে করেন এই বাঁহাতি ওপেনার।



‘আজ হয়তো বা শুরুটা ভালো হয়েছে। চেষ্টা করেছি একটা বড় ইনিংস খেলার। তারপরও অনেক দ্রুত আউট হয়ে দিয়েছি, ২৪ ওভারের সময়। যদি থাকতে পারতাম তাহলে আরও বড় ইনিংস খেলতে পারতাম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball