মাঠে ফিরেছেন তামিম
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ড সফরের পর সোমবার প্রথমবারের মতো অনুশীলনে ফিরেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর সিরিজের মাঝ পথেই ১৬ এপ্রিল দেশে ফিরলেও, এতদিন মাঠের বাইরে ছিলেন তিনি।
মূলত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে তৈরি করার মিশনে নেমেছেন এই বাঁহাতি ওপেনার। মিরপুরের একাডেমীতে আধা ঘন্টার মতো ব্যাটিং অনুশীলন করেছেন তিনি।

নিউজিল্যান্ড সফরে চোটে পড়েছিলেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে তিনি কব্জিতে ব্যাথা পেয়েছিলেন। সেই চোট থেকে সেরেই অনুশীলনে ফিরলেন তিনি।
নিউজিল্যান্ড সফরটা মোটেই ভালো যায়নি তামিমের তিন ওয়ানডে মিলিয়ে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৩০ রান। ফলে রানে ফেরার লক্ষ্য নিয়ে অনুশীলনে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তিনি।
আগামী ২২ এপ্রিল থেকে বাংলাদেশের বিশ্বকাপ দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে আগামী ১৮ই এপ্রিল বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ দল।