দোলেশ্বরের বিপক্ষে ব্রাদার্সের শ্বাসরুদ্ধকর জয়

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রাইম দোলেশ্বরকে ১ উইকেটের ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ডিপিএলের এবারের আসরে এটি ব্রাদার্সের তৃতীয় জয়।
আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫০ রানের পুঁজি গড়ে দোলেশ্বর। জবাবে খেলতে নেমে ৪৯.৫ ওভার খেলে ১ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩১ রানে জুনায়েদ সিদ্দিকির উইকেট হারায় ব্রাদার্স। তিনি ১৫ রান করে আউট হন। এরপর মিজানুর রহমান ফিরেছেন ৪২ রান করে।
এরপর দেবব্রত দাস (৬) ও ইয়াসির আলী (৫) ফিরেছেন দুই অঙ্কে পৌঁছানোর আগেই। পঞ্চম উইকেটে ৮০ রান যোগ করে দলকে জয়ের অনেক কাছে নিয়ে গিয়েছিলেন ফজলে মাহমুদ রাব্বি ও অধিনায়ক শরিফুল্লাহ।
৭৪ রান করা রাব্বিকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন আরাফাত সানি। রাব্বির ইনিংসটি সাজানো ছিল ২ ছয় ও সমান সংখ্যক চারে। এরপর শরিফুল্লাহকে ফিরিয়েছেন ফরহাদ রেজা।
তার ব্যাট থেকে এসেছে ৪১ রান। এই দুই ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর আবারও দ্রুত উইকেট হারাতে থাকে ব্রাদার্স। ১৫ বলে ২৯ রানের ক্যামিও খেলে আউট হয়েছেন মোহাম্মদ শাহজাদা।

১২ রান এসেছে আশিকুজ্জামানের ব্যাট থেকে। নাইম ইসলাম জুনিয়র ফিরেছেন ৬ রান করে। শেষ দিকে জাহিদুজ্জামান ৮ ও বিশ্বনাথ হালদার ১ রানে অপরাজিত থেকে দলকে ১ বল হাতে রেখেই জিতিয়ে মাঠ ছেড়েছেন।
দোলেশ্বরের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন আরাফাত সানি। ৩টি উইকেট গেছে এনামুল হক জুনিয়রের ঝুলিতে। আর ১টি করে উইকেট নিয়েছেন ফরহাদ রেজা ও আবু জায়েদ রাহী।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩১ রানের ওপেনিং জুটি গড়েন দোলেশ্বরের দুই ওপেনার ইমরান উজ্জামান ও সাইফ হাসান। ইমরান ২১ রান করে বিশ্বনাথের শিকার হন।
সাইফ ১৬ রান করে ফিরেন শাহাজাদার বলে। তৃতীয় উইকেটে ৬০ রান যোগ করেন ফরহাদ হোসেন ও মার্শাল আইয়ুব। ৪০ রান করা ফরহাদকে নিজের দ্বিতীয় শিকার বানিয়েছেন বিশ্বনাথ।
আর অর্ধশতক তুলে নিয়ে মার্শাল (৫০) আউট হয়েছেন শরিফুল্লাহর বলে বোল্ড হয়ে। সাদ নাসিম ১১ রান করে ইয়াসির আলীর শিকার হলেও ষষ্ঠ উইকেটে ৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন তাইবুর রহমান ও মাহিদুল হাসান।
তাইবুর ৭০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৩টি ছয় ও ২ চারে এই রান সংগ্রহ করেন তিনি। মাহিদুলের ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস।
সংক্ষিপ্ত স্কোরঃ
প্রাইম দোলেশ্বরঃ ২৫০/৫ (৫০ ওভার)
(তাইবুর ৭০*, ফরহাদ ৪০, মাহিদুল ৩৯*; বিশ্বনাথ ২/৪৫)
ব্রাদার্স ইউনিয়নঃ ২৫১/৯ (৪৯.৫ ওভার)
(রাব্বি ৭৪, শরিফুল্লাহ ৪১; সানি ৪/৬২, এনামুল ৩/৪৬)