মোশাররফ রুবেলের পাশে তামিম

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ব্রেন টিউমারে আক্রান্ত। তাঁর অসুস্থতার খবরে জাতীয় দলের ও জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটারই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সুদূর নিউজিল্যান্ড থেকে এই সতীর্থ্যকে সাহস যোগাচ্ছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তিনি রুবেলকে সব ধরণের সহযোগীতার আশ্বাস দিয়েছেন। একথা জানিয়েছেন রুবেল নিজেই। সোমবার ক্রিকফ্রেঞ্জির সাথে আলাপকালে তিনি বলেছেন,

'নিউজিল্যান্ড থেকে তামিম ভয়েস ম্যাসেজের সাথে বার্তা দিয়েছে। সে বলেছে চিন্তা না করতে। সিঙ্গাপুরে তাঁর অনেকেই পরিচিত আছে। সে আমাকে যেকোনো সাহায্যের জন্য বলতে বলেছে এবং এটা আমাকে মানসিক প্রশান্তি দিচ্ছে।'
রুবেল তাঁর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। এখন শুধু অপেক্ষা ভিসার। ভিসা প্রক্রিয়া শেষ হলেই সুঙ্গাপুরের পথে রওনা হবেন তিনি। টিউমারটি প্রাথমিক পর্যায়ে থাকায় কিছুটা আত্মবিশ্বাস যোগাচ্ছে রুবেলকে।
রুবেলের অসুস্থতার খবরটা শুনে তাঁর পরিবার অনেক বড় একটি ধাক্কা খেলেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গেই তারা সেটা সামলে নিয়েছেন বলে জানালেন রুবেল।
'ভিসা হলেই চলে যাব। এটা প্রাথমিক পর্যায়ে আছে, এটি একটু আত্মবিশ্বাস জোগাচ্ছে। খবরটা শুনে পরিবারের সবাই ধাক্কা খেয়েছিল। এখন একটু সাহস পাচ্ছে।’