promotional_ad

সেঞ্চুরির আক্ষেপ মিজানুরের

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুর রহমান শেখ জামালের বিপক্ষে সহজ সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করে আক্ষেপে পুড়ছেন। ১৮১ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্রাদার্সকে দারুণ সূচনা এনে দেন মিজানুর। 


৭১ বল খেলে ৭১ রানের ইনিংস খেলে ইনিংসের ২৪তম ওভারে দলীয় ১১২ রানে আউট হন তিনি। লেগ স্পিনার তানবির হায়দারের বলে কট বিহাইন্ড হন তিনি। তবে সুযোগ ছিল ব্রাদার্সের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ার, সুযোগ ছিল লিস্ট 'এ' ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকানোর।



promotional_ad

বিশেষ করে দ্বিতীয় ইনিংসে উইকেট অনেকটা ব্যাটসম্যানদের পক্ষে কথা বলায় আক্ষেপ করছেন মিজানুর। ম্যাচ সেরার পুরস্কার জেতা মিজানুর বলেছেন, 'উইকেট পরের দিকে একটু সহজ হয়েছে। এই জন্য সবাই ভালোই রান করেছে। আর রান করলে সবারই ভালো লাগে। তবে একশ করার সুযোগ ছিল। কিন্তু সেটা মিস হয়েছে।'


মিজানুরদের কাজ সহজ করে দিয়েছেন ব্রাদার্সের পেসাররা। মিরপুরে টসে জিতে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠায় ব্রাদার্স। ওভারকাস্ট কন্ডিশনের সুবিধা নিয়ে শেখ জামালের টপ অর্ডারে ধস নামায় ব্রাদার্স পেসাররা। 


অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলা তরুণ পেসার মেহেদি হাসান ও অভিজ্ঞ মোহাম্মদ শরিফের সামনে দাঁড়াতে পারেনি সোহানরা। মেহেদি তিনটি ও শরিফ দুটি উইকেট শিকার করেন। 



দীর্ঘদেহী হাই আর্ম অ্যাকশনের বোলার মেহেদিতে ভবিষ্যৎ তারকা দেখতে পাচ্ছেন দলের সিনিয়র ব্যাটসম্যান মিজানুর। তাঁর ভাষায়,


'মেহেদি অনেক ভালো বল করেছে। সব পেসাররাই, শরিফ ভাইও ভালো বল করেছে। প্রথমে উইকেটে একটু সাহায্য ছিল। মেহেদি অনূর্ধ্ব-১৯ খেলেছে। ও অনেক প্রমিসিং, রাইজিং স্টার। আশা করি সে সামনে আরও ভালো করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball