promotional_ad

অভিজ্ঞতায় ভরপুর প্রাইম দোলেশ্বর

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব এবার অভিজ্ঞতা সম্পন্ন দল গড়েছে। ক্রিকেটারদের দারুণ পারফর্মেন্সে দলটি ডিপিএল টি-টুয়েন্টির প্রথম আসরে ফাইনালে জায়গা করে নিয়েছিল।


ডিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই তারা ধরে রেখেছিল অলরাউন্ডার ফরহাদ রেজা, ব্যাটসম্যান মার্শাল আইয়ুব ও স্পিনার আরাফাত সানিকে। এরপর ড্রাফট থেকে তারা দলে ভিড়িয়েছে এনামুল হক জুনিয়রের মতো অভিজ্ঞ স্পিনারকে।


দলটির পেস বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহী। সঙ্গে আছেন তরুণ মানিক খান। ডিপিএল টি-টুয়েন্টি টুর্নামেন্টে হ্যাটট্রিক করা একমাত্র বোলার তিনি। 



promotional_ad

প্রাইম দোলেশ্বরের এই পেসার ফতুল্লায় বিকেএসপির বিপক্ষে ১২ রানে ৪ উইকেট নেওয়ার পথে করেছিলেন হ্যাটট্রিক। ফলে বোঝাই যাচ্ছে দলটির বোলিংয়ের মূল শক্তি পেস বোলিং।


স্পিন বোলিংয়েও পিছিয়ে নেই তারা। আরাফাত সানির ও এনামুল হক জুনিয়ররা স্পিন বোলিং আক্রমণ সামাল দেবেন। মার্শাল আইয়ুব, তাইবুর পারভেজ, সাইফ হাসান ও সৈকত আলীরা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত ব্যাটসম্যান।


তাদের কাঁধে থাকবে দলটির ব্যাটিং ইউনিটের দায়িত্ব। অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিজেকে অনেক আগেই প্রমাণ করেছেন ফরহাদ রেজা। তাঁর কাঁধেই থাকবে দলটির নেতৃত্ব।


কদিন আগেই শেষ হওয়া বিপিএলের আসরে ব্যাটে বলে দারুণ উজ্জ্বল ছিলেন রেজা। এরপর ডিপিএল টি-টুয়েন্টির আসরে সর্বাধিক উইকেট শিকারি হয়েছেন তিনি। ফলে তাঁর কাছে বাড়তি প্রত্যাশা থাকবে প্রাইম দোলেশ্বরের।



প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ


ধরে রাখা: ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানি


ড্রাফটে নেওয়া: তাইবুর পারভেজ, সাইফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক জুনিয়র, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র, মানিক খান, আসলাম হোসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball