বিসিএলের শেষ রাউন্ড মাঠে গড়াচ্ছে সোমবার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ ও শেষ রাউন্ড মাঠে গড়াচ্ছে সোমবার। এদিন মোট দুটি ম্যাচ মাঠে গড়াবে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯ টায়।
দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে উত্তরাঞ্চল। আর দিনের দ্বিতীয় খেলায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে পূর্বাচল ও মধ্যাঞ্চল।

পাঁচ রাউন্ডের খেলা শেষে চার দলের মধ্যে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে মধাঞ্চল। তারা ৫ ম্যাচ খেলে ১টি মাত্র ম্যাচে জয় পেয়েছে। আর হেরেছে ১টি ম্যাচে।
তাদের পয়েন্ট ২১.৮৭। বাকি তিনটি ম্যাচে ড্র করে এই অবস্থানে রয়েছে তারা। আর ১টি জয় ও ১টি হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণাঞ্চল।
তাদের সংগ্রহে রয়েছে ২০.৬৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বরে থাকা পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল কোনো ম্যাচে জয় কিংবা হারের মুখ দেখেনি।
তবে পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে ৩ নম্বরে রয়েছে পূর্বাঞ্চল। তারা ১৭.৮৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। আর ১৭.৬৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে উত্তরাঞ্চল।