আমি শচীন বা ম্যাকগ্রা নইঃ মাশরাফি

ছবি: মাশরাফি, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বর্তমানে ক্রিকেট ক্যারিয়ারের ক্রান্তি লগ্নে আছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ধারণা করা যাচ্ছে আগামী বিশ্বকাপের পর পরই ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন তিনি।
আর ক্রিকেটকে বিদায় জানানোর পর মানুষ তাঁকে খুব একটা স্মরণ করবেন না বলে বিশ্বাস করেন মাশরাফি। শচীন টেন্ডুলকার কিংবা গ্ল্যান ম্যাকগ্রারা যেভাবে মানুষের হৃদয়ে ভাস্বর হয়ে আছে তেমনটি নিজের ক্ষেত্রে হবে না বলে উল্লেখ করেছেন তিনি। সদ্য রাজনীতিতে যোগ দেয়া মাশরাফি সাংবাদিকদের বলেছেন,

'আমি আগেও বলেছি, আমার ক্যারিয়ার অবশ্যই শেষের দিকে। না আমি শচিন টেন্ডুলকার না আমি ম্যাকগ্রা যে আমার কথা মানুষ স্মরণ রাখবে। আমি আমার মত করেই ক্রিকেটটা খেলেছি। আমার এই সংগ্রামের জীবনে যতটুক পেরেছি খেলেছি। তবে আমি সবসময় উপভোগ করেছি মানুষের জন্য কাজ করতে পারা।'
অনেক ছোট থেকেই রাজনীতিতে অংশ নেয়ার ইচ্ছা পোষণ করে আসছেন মাশরাফি। আর সেই ইচ্ছাকে বাস্তবে রুপ দিতেই কিনা এবারের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি।ক্রিকেট থেকে নির্বাচনে আসার পেছনে ছোটবেলার ইচ্ছা তো আছেই, পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণাও রয়েছে যথেষ্ট বলে জানিয়েছেন এই টাইগার দলপতি,
'এটা (রাজনীতিতে যোগ দেয়া) আমার ছোটবেলার শখ ছিল বলতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে সুযোগটি দিয়েছেন সেটি আমি গ্রহণ করবো এবং চেষ্টা করবো যেন বৃহৎ পরিসরে যদি কিছু করা যায়।'