বড় স্কোরের পথে রংপুর

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্কোর:
রংপুর ২৩০/৫, ৮৯ ওভার (নাইম ইসলাম ৬৩* রাকিন আহমেদ ৭৯) সানজামুল ইসলাম ৪১/৩
রংপুরে ঘরের মাঠে জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের ব্যাটে রাজশাহীর বিপক্ষে ভালো অবস্থানে থেকে দিন শেষ করেছে স্বাগতিক রংপুর। দিন শেষে রংপুরের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৩০ রান। রাজশাহীর হয়ে সানজামুল ইসলামের শিকার ৩ উইকেট।

এর আগে ম্যাচের শুরুতে টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাজশাহী। টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানেই ওপেনার ফারদিন হাসান অনিকে হারিয়ে বসে রংপুর। দ্বিতীয় উইকেট জুটিতে এরপর ৬৬ রান যোগ করেন আরেক ওপেনার রাকিন আহমেদ এবং মাহমুদুল হাসান।
মাহমুদুল ৩৬ করে ফিরলেও রাকিন এবং নাইম ইসলাম মিলে দলের হাল ধরেন। কিন্তু সেঞ্চুরি হাঁকানোর আশা জাগিয়ে ৭৬ রানে বিদায় নেন রাকিন। রাকিন ফিরে জাওয়ার পর শুভ এবং তানবির হায়দারও দ্রুত বিদায় নেন।
কিন্তু একপ্রান্তে থিতু হয়ে খেলে ফিফটি তুলে নেন নাইম ইসলাম। তাকে সঙ্গ দেন ধিমান ঘোষ। ৬৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন নাইম। ধিমান ঘোষ অপরাজিত আছেন ১৩ রান নিয়ে।
রাজশাহীঃ
মুশফিকুর রহিম, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, জুনাইদ সিদ্দিক, শরিফুল ইসলাম, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, সাকলাইন সজিব, সানজামুল ইসলাম, মুক্তার আলি, তাইজুল ইসলাম, দেলোয়ার হোসেন, মাইশুকুর রহমান, অভিষেক মিত্র, মোহর শেখ অন্তর, তৌহিদ হৃদয়, সাকির হোসেন, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম
রংপুরঃ
সোহরাওয়ার্দি শুভ, সাজিদুল ইসলাম, নাঈম ইসলাম, আরিফুল হক, লিটন দাস, তানভীর হায়দার, নুর আলম সাদ্দাম, মাহমুদুল হাসান লিমন, মিম মোসাদ্দেক, জাহিদ জাভেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, সায়মন আহমেদ, শুভাশীষ রায়, নজরুল ইসলাম মুন্না, শাহরিয়ার কবির শুভ, রবিউল হক, রিশাদ হোসেন, সনজিত সাহা, আরিফ রেজা, নিহাদুজ্জামান