লিড বাড়িয়ে চলেছে ঢাকা ডিভিশন

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে ঢাকা ডার্বিতে ঢাকা মেট্রোর ইনিংস থেমে গেছে মাত্র ৫৯ রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে ঢাকা বিভাগ। ৪৬ ওভারে তাদের সংগ্রহ কোনো ১ উইকেট হারিয়ে ১৪৮ রান। বর্তমানে তাঁদের লিড ৮৯ রান। রনি তালুকার ব্যাট করছেন ৮১ রানে আর তাঁকে সঙ্গ দেয়া সাইফ হাসানের সংগ্রহ ৪৮ রান।
ঢাকার হয়ে ক্রিজে আছেন রনি তালুকদার এবং সাইফ হাসান। এর আগে দিনের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মেট্রো। দলীয় ৮ রানে ওপেনার সাদমান ইসলামকে (১) হারায় তারা। এরপর অল্প ব্যবধানেই ফিরে গেছেন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম (৯)।
এই বিপর্যয় থেকে আর উঠে আসতে পারেনি ঢাকা মেট্রো। দলটির অধিনায়ক মার্শাল আইয়ুব ফিরেছেন রানের খাতা খোলার আগেই। আর শামসুর রহমানের ব্যাট থেকে এসেছে ১১ রান। আগের কয়েকটি ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ আশরাফুল।

যদিও তার ব্যাট থেকে এসছে ব্যক্তিগত সর্বোচ্চ ১৪ রান। এরপর সৈকত আলী ১০ রানে ফিরে গেলে আর কেউ দাঁড়াতে পারেননি। উইকেটরক্ষক জাবিদ হাসান ৬ ও আরাফাত সানি ১ রানে আউট হয়েছেন।
শেষ দিকে কাজী অনিক কোনো রান করে অপরাজিত থাকলেও দলটি ৮ উইকেট হারিয়ে ৫৯ রানে ইনিংস ঘোষণা করে। ঢাকা বিভাগের হয়ে আগুনঝরা বোলিংয়ে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সালাউদ্দিন শাকিল।
তাছাড়া, সুমন খান ৩২ রান খরচে নিয়েছেন ৩ টি উইকেট। মোশাররফ হোসেন রুবেলের ঝুলিতে গেছে ১ টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছেন ঢাকা বিভাগের দুই ওপেনার রনি তালুকদার (৭) ও রকিবুল হাসান (৪)।
ঢাকা মেট্রো
মার্শাল আইয়ুব, মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, মেহরাব হোসেন, শামসুর রহমান, আরাফাত সানি, মোহাম্মদ ইলিয়াস, মেহেদি মারুফ, সৈকত আলি, মোহাম্মদ শরিফউল্লাহ, আসিফ আহমেদ রাতুল, শাদমান ইসলাম, আসিফ হাসান, আবু হায়দার রনি, আজমির আহমেদ, মোঃ শহিদুল, কাজি অনিক, নাইম শেখ
ঢাকা
মোহাম্মদ শরিফ, রকিবুল হাসান, শুভাগত হোম, রনি তালুকদার, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরি, মোশাররফ রুবেল, তাইবুর রহমান, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসান, শাহাদত হোসেন, মাহবুবুল আলম অনিক, নাজমুল হোসেন মিলন, দিদার হোসেন, মিনহাজ খান, মানিক মিয়া, শাকিল হোসেন, শাকিল তালুকদার, সৈকত হোসেন, জাহিদুজ্জামান, জয়রাজ শেখ ইমন, রাকিন আহমেদ