শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতল রংপুর

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- বরিশাল বিভাগ
রংপুর বিভাগ
প্রথম ইনিংসঃ- ১৪৭ অল আউট (রাকিন আহমেদ ৪৬), সোহাগ গাজি (৪০/৫)
দ্বিতীয় ইনিংসঃ- ২২৯ অল আউট (মাহমুদুল হাসান ৬৪, মনির হোসেন (২৪/৫)
বরিশাল বিভাগ

প্রথম ইনিংসঃ- ১৪৭ অল আউট (রাফসান আল মাহমুদ ৪০), শুভাশিস রয় (৪৯/৫)
দ্বিতীয় ইনিংসঃ- ২২৪ অল আউট (আল-আমিন ৫২), রবিউল হক (৬৩/৪)
ফলাফলঃ ৫ রানে জয়ী রংপুর
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে শেষদিনে জয়ের জন্য ১৫৯ রান প্রয়োজন ছিল বরিশালের। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৫ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁদের।
২৩০ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ২২ রানের মধ্যেই তিন উইকেট হারিয়েছে বরিশাল। শেষ দিন ৩৫ রান নিয়ে ব্যাট করতে নামা আল আমিন ফেরেন ৫২ রান করে। ৭১ রান নিয়ে দিন শুরু করা বরিশাল অল আউট হয়েছে ২২৪ রানে।
নিজেদের প্রথম ইনিংসে দুই দলই ১৪৭ রান করে করায় তখন পর্যন্ত লিডের দেখা পায়নি রংপুর বা বরিশাল বিভাগ।
দ্বিতীয় ইনিংসে রংপুর থেমেছে ২২৯ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছে মাহমুদুল হাসান। ৩৫ রান এসেছে সোহরাওয়ার্দী শুভর ব্যাট থেকে। এছাড়া ৩১ রান করেছেন উইকেটরক্ষক ধীমান ঘোষ।
৩০ রান আসে ওপেনার রাকিন আহমেদের ব্যাট থেকে। বরিশালের হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন মনির হোসেন। দুটি করে উইকেট পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি এবং সোহাগ গাজি।
বরিশাল
কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, আল-আমিন, শাহরিয়ার নাফীস, সোহাগ গাজি, ফজলে রাব্বি মাহমুদ, মনির হোসেন খান, সালমান হোসেন ইমন, তৌহিদুল ইসলাম রাসেল, নুরুজ্জামান, তানভীর ইসলাম, ইসলামুল আহসান আবির, আব্দুল্লাহ আল সাইফ অন্তর, মইন খান, মইনুল ইসলাম, মোঃ মানিক, রাফসান মাহমুদ, জাকারিয়া মাসুদ, লিঙ্কন দে সঞ্জয়, শামসুল ইসলাম অনিক।
রংপুর
সোহরাওয়ার্দি শুভ, সাজিদুল ইসলাম, নাঈম ইসলাম, আরিফুল হক, লিটন দাস, তানভীর হায়দার, নুর আলম সাদ্দাম, মাহমুদুল হাসান লিমন, মিম মোসাদ্দেক, জাহিদ জাভেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, সায়মন আহমেদ, শুভাশীষ রায়, নজরুল ইসলাম মুন্না, শাহরিয়ার কবির শুভ, রবিউল হক, রিশাদ হোসেন, সনজিত সাহা, আরিফ রেজা, নিহাদুজ্জামান।