ড্র'য়ের পথে রাজশাহী-খুলনার ম্যাচ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্কোরঃ
খুলনা ডিভিশন
প্রথম ইনিংসঃ
৩০৯ অল আউট (তুশার ইমরান ৭১), ফরহাদ রেজা (৫৪/৩)
দ্বিতীয় ইনিংস

৭৬/৪ (নুরুল হাসান ২২*), ফরহাদ রেজা (১৪/২)
রাজশাহী ডিভিশনঃ
৪৩১ অল আউট (সাব্বির রহমান ৯৯), সৌম্য (৫৬/২)
ড্র-য়ের পথে এগোচ্ছে রাজশাহী এবং খুলনা ডিভিশনের ম্যাচ। শেষ দিন এখন পর্যন্ত ব্যাট করে খুলনার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬৮ রান। রাজশাহীর চেয়ে এখনও ৫৪ রানে পিছিয়ে আছে তাঁরা।
শেষ দিন ৯ উইকেট হারিয়ে ৪১৯ রান নিয়ে খেলা শুরু করে রাজশাহী। কিন্তু স্কোরবোর্ডে মাত্র ১২ রান যোগ করেই গুটিয়ে যায় দলটি। ৪৩১ রানে থেমে যায় রাজশাহীর ইনিংস।
সাব্বির রহমান করেন রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৯৯ রান। এছাড়া সানজামুল ইসলামের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৬৪ রান। আর প্রথম ইনিংসে ব্যাট করে তুশার ইমরানের ৭১ রানের উপর ভর করে খুলনা অল আউট হয়েছিল ৩০৯ রানে।
খুলনা
মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মিঠুন, তুষার ইমরান, জিয়াউর রহমান, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সৌম্য সরকার, নাহিদুল ইসলাম, মেহেদি হাসান, আফিফ হোসেন, আল-আমিন হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল ইসলাম সোহেল, মোঃ রায়হান, রবিউল ইসলাম রবি, মাহমুদুল হাসান সেতু।
রাজশাহী
মুশফিকুর রহিম, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, জুনাইদ সিদ্দিক, শরিফুল ইসলাম, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, সাকলাইন সজিব, সানজামুল ইসলাম, মুক্তার আলি, তাইজুল ইসলাম, দেলোয়ার হোসেন, মাইশুকুর রহমান, অভিষেক মিত্র, মোহর শেখ অন্তর, তৌহিদ হৃদয়, সাকির হোসেন, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম