ফরহাদ রেজাদের তোপে অলআউট বরিশাল

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||
ম্যাচঃ- বরিশাল বিভাগ বনাম রাজশাহী বিভাগ
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- রাজশাহী বিভাগ
বরিশাল বিভাগ প্রথম ইনিংসঃ- ১৩৩
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ- ৪/০ 



ম্যাচঃ- সিলেট বিভাগ বনাম ঢাকা বিভাগ
সংক্ষিপ্ত স্কোরঃ-


টসঃ- ঢাকা বিভাগ
সিলেট বিভাগ প্রথম ইনিংসঃ- ৮৬/২


বৃষ্টির কারণে চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের দুটি ম্যাচের প্রথম দুইদিন মাঠে গড়ায়নি। বরিশালের বিভাগীয় স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে স্বাগতিক বরিশালের বিপক্ষে খেলছে রাজশাহী।


promotional_ad

আর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে খেলছে সিলেট ও ঢাকা বিভাগ। তবে টানা বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় প্রথম দুই দিনে টসও সম্পন্ন হয়নি কোন ম্যাচেই!


যদিও তৃতীয় দিনে আবহাওয়া ভাল থাকায় দুটো খেলাই হচ্ছে বুধবার। রাজশাহীর বিপক্ষে টসে হেরে ব্যাট করেছে বরিশাল। শুরু থেকেই রাজশাহীর বোলারদের তোপের মুখে পড়েছে তাঁরা। 
  
অলআউট হয়েছে ১৩৩ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন নুরুজ্জামান। ৩১ রান আসে আল-আমিনের ব্যাট থেকে। রাজশাহীর হয়ে চারটি উইকেট নিয়েছেন ফরহাদ রেজা।


দুইটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও মোক্তার আলী। এই মুহূর্তে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করছে রাজশাহী।


এদিকে সিলেটের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেঁছে নিয়েছে ঢাকা বিভাগ। দুই ওপেনার রান পেলেও থিতু হতে পারেননি। অধিনায়ক ইমতিয়াজ হোসেন ফিরে গেছেন ৪১ রানে। তৌফিক খান করেছেন ৩৫ রান।


শেষ খবর পাওয়া পর্যন্ত দুই উইকেটে ৮৬ রান করেছে সিলেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball