সাকিবের বিকল্প হওয়া অসম্ভবঃ রাব্বি

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আঙ্গুলের ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান। তাঁর বিকল্প হিসেবে নির্বাচকরা দলে রেখেছেন ফজলে রাব্বিকে। আর ১৪ বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলে সুযোগ পাওয়া ৩০ বছর বয়সী রাব্বি জানিয়েছেন, সাকিবের বিকল্প হিসেবে তাঁকে দলে নিলেও, বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গা পূরণ করা কারও পক্ষে সম্ভব নয়।
পরিপক্ব ব্যাটসম্যান হিসেবে পরিচিতি গড়ে তোলা এই বাঁহাতি ব্যাটসম্যান বল হাতেও পারদর্শী। বোলিং নিয়মিত না করলেও দলের প্রয়োজন হলে সেই ভূমিকা পালন করতে রাজি রাব্বি।

স্কোয়াডে ডাক পাওয়ার পর সোমবার নিজের প্রথম অনুশীলন সেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৩০ বছর বয়সী আরও জানিয়েছেন, নিজের সর্বাত্মকটা দেয়ার চেষ্টা থাকবে তাঁর।
'রোলটা ঠিক আছে। কিন্তু সাকিব ভাই এর জায়গা তো আর কারও পক্ষে সম্ভব না। আমি মূলত ব্যাটিং প্রধান অলরাউন্ডার। ব্যাটিংটা করতে ভালোবাসি। পাশাপাশি আমি দলের প্রয়োজনে বোলিং করতে পারি।
যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই রোলটা পালন করার চেষ্টা করব। তবে সাকিব ভাই এর জায়গা নেয়া না, আমি যেটা পারি সেটাই করার চেষ্টা করব।'
এদিকে বরিশালের এই ক্রিকেটার আরও জানিয়েছেন, সব কিছুই উপভোগ করছেন তিনি এখন। চাপের মাঝে নিজেলে মেলে ধরতে চান, আর সুযোগ পেলেই বুঝতে পারবেন কতটুক চাপমুক্ত থেকে মাঠে পারফর্ম করতে পারবেন তিনি।
'আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। দেখি না কি হয় (হাসি)। আমি তো এখনও খেলি নি। খেললে বুঝা যাবে আমি কতোটা চাপহীন ক্রিকেট খেলতে পারব। আমার কাছে ওইরকম মনে হচ্ছে না। আমি এই যে আপনাদের সাথে কথা হচ্ছে, আমি উপভোগ করছি এইসব।'