মাশরাফি তো মনের জোরেই খেলেঃ পাপন
ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দলের সিনিয়র পাঁচ ক্রিকেটারের চারজনই ভুগছেন কোন না কোন ইনজুরিতে। অবশ্য ইনজুরি নিয়েই এশিয়া কাপ খেলেছেন এদের সবাই। তাঁদের এই মানসিকতায় মুগ্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিশেষ করে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মানসিকতা বরাবরের মতো এবারও আপ্লুত করেছে পাপনকে। এছাড়া তামিমের ইনজুরি নিয়েও কথা বলেছেন তিনি। মঙ্গলবার গণমাধ্যমে বিসিবির সর্বোচ্চ অভিভাবক বলেছেন,
"মাশরাফির সারা শরীরে ইনজুরি। ওর ইনজুরি নাই কই। ও তো মনের জোরে খেলে। তামিমও খেলতে পারছে না। আমার ধারনা আরও এক থেকে দেড় মাস সময় লাগবে।

"ওর সাথে এই ব্যাপারে কথা হয়নি। শেষবার যখন কথা হয়েছে, সে বলেছে হাতে এখন যা লাগানো আছে সেটা খুলবে। এরপর আবার এক্সরে হবে তারপর দেখবে অপারেশন লাগবে কি লাগবে না।"
এদিকে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় আসন্ন জিম্বাবুয়ে সিরিজে দলের অধিনায়ক কে হবেন সেটা নিয়েও চলছে জল্পনা কল্পনা। এই ব্যাপারে আলোচনা চলছে সংশ্লিষ্টদের মধ্যে।
"আমরা দ্রুতই সিদ্ধান্ত নিব। আকরাম আমাকে ফোন দিয়েছিল। আমরা একটু চিন্তা করে তারপর দেখব কি করা যায়। আর সিলেকশনের ব্যাপারটা বলি, কিছু প্লেয়ার আছে, তারা পুরনো। তবে মুশফিক বেশ ফিট।
"আমি ওর সাথে কথা বলেছি, ও প্রায় ঠিক। কিছু প্লেয়ার চোট প্রবণ। সবচেয়ে বেশি ছিল মাশরাফি, আল্লাহর রহমতে এখন ভালো আছে। মুস্তাফিজও আছে, এজন্য ওকে সাবধানে রাখতে চাচ্ছি। বাইরে খেলাটাও উৎসাহিত করছি না ওর।"