আশরাফুলের অর্ধশতক

ছবি: মোহাম্মদ আশরাফুল, ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) দিয়ে আবারও নিজেকে প্রমাণ করার সুযোগ এসেছে সদ্যই সবধরণের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়া মোহাম্মদ আশরাফুলের। আর সেই লক্ষ্যে ভালভাবেই এগিয়ে যাচ্ছেন ঢাকা মেট্রোর হয়ে খেলা এই ব্যাটসম্যান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এনসিএলের টায়ার ২ এর এই ম্যাচে সিলেট ডিভিশনের বিপক্ষে মাঠে নেমে দারুণ একটি অর্ধশতক হাঁকিয়েছেন আশরাফুল। বর্তমানে ৫১ রানে ক্রিজে ব্যাট করছেন তিনি। আর তাঁর দলের সংগ্রহ এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ উইকেটে ৪২০ রান। ক্রিজে আশরাফুলের সঙ্গী হিসেবে অপরাজিত আছেন মোহাম্মদ শহিদুল।
এর আগে ম্যাচটির শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুব। পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে ওপেনার সাদমান ইসলামের দেড়শ রানের ইনিংসের সুবাদে ৪ উইকেটে ৩৩২ রান নিয়ে প্রথম দিন শেষ করে আশরাফুলের দল।

সাদমান ছাড়াও অধিনায়ক মার্শাল আইয়ুবও খেলেছেন ৫০ রানের অনবদ্য একটি ইনিংস। অপরদিকে সৈকত আলি ৪২, মেহরাব হোসেন ৩৮ এবং শামসুর রহমান ৩৪ রান করেন। সিলেট ডিভিশনের পক্ষে ১৫৫ রানে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন স্পিনার এনামুল হক জুনিয়র। এছাড়াও শাহনুর রহমান নিয়েছেন ৬৫ রানে ২ উইকেট।
ঢাকা মেট্রো একাদশঃ
মার্শাল আইয়ুব (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, মেহরাব হোসেন জুনিয়র, শামসুর রহমান, আরাফাত সানি, সৈকত আলি, সাদমান ইসলাম, আসিফ হাসান, আবু হায়দার রনি, মোঃ শহিদুল, কাজি অনিক।
সিলেট একাদশঃ
ইমতিয়াজ হোসেন তান্না (অধিনায়ক), জাকির হাসান, অলক কাপালি, শাহনাজ আহমেদ, খন্দকার সায়েম আলম রিজভি, এনামুল হক জুনিয়র, খন্দকার রাজিন সালেহ আলম, শাহনুর রহমান, আবু জায়েদ চৌধুরি রাহি, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন।