সুখবর পেলেন সুজন-নান্নুরা

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে আরব আমিরাতে যেতে পারেননি খালেদ মাহমুদ সুজন ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে বুধবার তাদের ভিসা জটিলতার অবসান ঘটেছে।
এমনকি ভিসা পাওয়ার সঙ্গে সঙ্গে কোন সময় অপচয় না করেই বুধবার রাতেই দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

সুজন বুধবার দেশ ছাড়লেও পরের দিন বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বেন প্রধান নির্বাচক। জানা গিয়েছে রাত ১টা ৪০ মিনিটে বিমান ধরবেন তিনি।
এই দুজন ছাড়াও ভিসা সমস্যার কারণে দেশে বসে থাকতে হয়েছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানকেও।
নান্নু এবং সুজনের সঙ্গে তিনিও ভিসা পেয়েছেন গতকাল। তবে এশিয়া কাপ শুরুর আগের দিন রাতে দেশ ছাড়ার কথা রয়েছে তাঁর।
এর আগে বাংলাদেশ দলের সব ক্রিকেটার দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়লেও দলের সঙ্গে ভিসা জটিলতার কারণে যাওয়া হয়নি তামিম ইকবাল ও রুবেল হোসেনের। শেষ পর্যন্ত মঙ্গলবার ভিসা সমস্যার সমাধান করে দেশ ছাড়েন এই দুজন।