ওয়ানডে স্কোয়াডের রাডারে মমিনুল হক

ছবি: মমিনুল হক, ক্রিকফ্রেঞ্জি

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে মাত্র গত ম্যাচেই ১৩৩ বলে ১৮২ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন টেস্ট স্পেশালিষ্টের তকমা গাঁয়ে সাঁটানো মমিনুল হক। শুধু টেস্টেই নয়, চাইলে ওয়ানডে কিংবা টি টুয়েন্টিতেও যে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন সেটিই এই ইনিংসের মধ্য দিয়ে প্রমাণ করেছেন টাইগারদের লিটল মাস্টার।
বাংলাদেশ 'এ' দলের হয়ে এই ইনিংসটি খেলার পর স্বভাবতই ওয়ানডে স্কোয়াডের রাডারে চলে এসেছেন মমিনুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই এই ব্যাপারে গণমাধ্যমকে জানিয়েছেন।
অবশ্য মমিনুলকে স্কোয়াডে রাখা হলে তাঁর জায়গা হতে পারে তিন কিংবা সাত নম্বরে। তবে তিনে বর্তমানে সাকিব খেলায় সাত নম্বর জায়গাটির কথাই বিশেষ করে উল্লেখ করেছেন পাপন। হোটেল ওয়েস্টিনে সাংবাদিকদের সাথে আলাপকালে এই প্রসঙ্গে তিনি বলেন,

'মমিনুলের ওয়ানডে দলে জায়গা নিয়ে আমি আপনাদের সবসময় বলে এসেছি কয়েকটা জায়গা ফিক্সড। তিন নম্বর বা সাত নম্বর এখানেই রদবদল করা যেতে পারে। এখন তো সাকিব তিনে খেলছে। সাকিব খেললে তো কথাই নেই, সাকিব যদি খেলে তাহলে ৬-৭ এর আগে অপশন নেই।'
মূলত সাকিবের ব্যাটিং পজিশন দেখে তবেই মমিনুলকে বিবেচনা করা হবে বলে নিশ্চিত করেছেন বিসিবি প্রধান। পাশাপাশি মমিনুলের ভূয়সী প্রশংসা করতেও ভুললেন না তিনি। পাপনের ভাষ্যমতে,
'সাকিব চারে খেললে আবার তিন নম্বর খালি। এগুলো পজিশন দেখেই আমরা ঠিক করব। মমিনুল আমাদের ভালো একজন ব্যাটসম্যান। সে রান করাতে আমরা অত্যন্ত খুশি। কেননা আমরা মনে করি সে আসলেই একজন ভালো ব্যাটসম্যান।'