promotional_ad

জুটির বিশ্বরেকর্ডে তামিম-সাকিব

সাকিব, তামিম
promotional_ad

বাংলাদেশ ক্রিকেট দলের দুই প্রাণ ভোমরা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। মাঠে এই দুই ক্রিকেটারের বোঝাপড়াও দারুণ।


আর তারই প্রমাণ সম্প্রতি দেখা গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট হাতে দারুণ একটি বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব-তামিম।


তিন ম্যাচেই জুটির হাফসেঞ্চুরি করেছেন তারা। পাশাপাশি সিরিজে তাদের জুটি থেকে মোট রান এসেছে ৩৮৫। 



promotional_ad

দ্বিপাক্ষিক কোনও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্বের যেকোনো দেশের পক্ষে সবথেকে বেশি রান এখন সাকিব তামিম জুটির। 


এর আগে ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবমিলিয়ে ৩৭২ রানের জুটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা এবং কুইন্টন ডি কক। 


এতদিন সেটাই ছিলো সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। এবার সেই রেকর্ডটি নিজেদের করে নিলেন বাংলাদেশের সাকিব ও তামিম। 



এই তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সবথেকে বড় জুটিটি তারা গড়েছিলেন প্রথম ম্যাচেই। দ্বিতীয় উইকেটে ২০৭ রানের বাম্পার এক জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। 


এরপর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে যথাক্রমে তারা জুটি গড়েন ৯৭ এবং ৮১ রানের। ফলে তিন ম্যাচ মিলিয়ে তাদের জুটির রান সংখ্যা দাঁড়ায় ৩৮৫তে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball