মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার ঘটনায় শাহীন আফ্রিদির শোক

ছবি: দুর্ঘটনা কবলিত মাইলস্টোন স্কুল ও শাহীন শাহ আফ্রিদি

এরই মধ্যে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসরা এই ঘটনায় শোক জানিয়েছেন। এই ঘটনা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। শোক জানিয়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি।
পাকিস্তান দলে ফিরলেন আফ্রিদি, টি-টোয়েন্টিতে ব্রাত্য বাবর
২৫ জুলাই ২৫
আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, 'হৃদয়বিদারক এবং মর্মান্তিক। #BangladeshPlaneCrash দুর্ঘটনার শিকারদের জন্য প্রার্থনা। পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু ঘটুক এবং তাদের শক্তি ও সাহস কামনা করছি।'

এদিকে আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন বিমানে একমাত্র ব্যক্তি।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে সেনাবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। এখনও সেই উদ্ধারকাজ চলছে।