বুমরাহকে সর্বকালের সেরাদের একজন মনে করেন হেড
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
পার্থ টেস্টে জসপ্রিত বুমরাহর তোপে বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। তিনি অজিদের প্রায় সব ব্যাটারেরই পরীক্ষা নিয়েছেন। অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সেরা কয়েকজন পেসারের একজন এই বুমরাহ।
সিরিজের প্রথম ম্যাচ হেরে এরই মধ্যে অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে যাওয়া দিবারাত্রির টেস্টের প্রস্তুতি নিচ্ছে দুই দল। এই ম্যাচেও বুমরাহর বোলিং মোকাবেলা করতে বাড়তি প্রস্তুতি নিচ্ছে অজিরা। সিরিজের প্রথম ম্যাচে ভারতকে নেতৃত্বও দিয়েছেন বুমরাহ।
পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে আবারও ফিরছেন ভারতীয় অধিনায়ক। রোহিত ফিরলেও এই ম্যাচে সবার মনোযোগে থাকবে বুমরাহই। সেকথা মনে করিয়ে দিয়েছেন হেড নিজেই।
অ্যাডিলেড টেস্টের আগে তিনি বলেছেন, 'জসপ্রিত (বুমরাহ) এই খেলাটার সব সময়ের সেরাদের একজন। আমরা এখন টের পাচ্ছি কতটা চ্যালেঞ্জিং হতে পারে সে। তার বিপক্ষে খেলাটা দারুণ। নিজের ক্যারিয়ারে এমন পালক যোগ হওয়া খুব ভালো। নাতিপুতিদের কাছে গল্প করা যাবে যে আমি তাকে মোকাবেলা করেছি।'
পার্থে দ্বিতীয় ইনিংসে ৮৯ রান করেন হেড। তবে এই রান কোনো উপকারেই আসেনি অস্ট্রেলিয়ার। তাতে কেবল ব্যবধানই কমিয়েছে অজিরা। তবে পরের ম্যাচে নতুন করেই শুরু করতে চায় অজিরা। এমনটাই জানিয়েছেন হেড।
তিনি আশাবাদী অ্যাডিলেডে তার দল বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াবে। নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে হেড বলেন, 'এটা নতুন আরেকটা সপ্তাহ। নতুন করে প্রস্তুত হয়ে সতেজ হয়ে নামতে হবে। আশা করি একই পারফরম্যান্স দিতে পারব।'