বোর্ডার- গাভাস্কার ট্রফি

অ্যাডিলেড টেস্টের অস্ট্রেলিয়া দলে ওয়েবস্টার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:08 বৃহস্পতিবার, 28 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে কিছুটা অনিশ্চিত মিচেল মার্শ। আর তাই অ্যাডিলেড টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াডে যুক্ত করা হয়েছে বাউ ওয়েবস্টারকে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন এই অলরাউন্ডার।

৩০ বছর বয়সী এই অলরাউন্ডারকে নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম অস্ট্রেলিয়ার গণমাধ্যম। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়েও নিজের জাত চিনিয়েছেন।

এখন পর্যন্ত ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ওয়েবস্টার। ১২টি সেঞ্চুরিসহ রান করেছেন পাঁচ হাজারের বেশি। বল হাতে উইকেট নিয়েছেন ১৪৮টি। এর মধ্যে গত দুই মৌসুমে ফর্মের তুঙ্গে ছিলেন তিনি।

গত দুই মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যাটিং গড় ছিল ৫৩'র কাছাকাছি। পাশাপাশি বোলিং গড় ছিল ৩২ এর কাছাকাছি। অ্যাডিলেডে মার্শ খেলতে না পারলে টেস্ট অভিষেকের খুব কাছাকাছি আছেন এই অলরাউন্ডার। বিকল্প ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়া দলে আগে থেকেই আছেন উইকেটরক্ষক জস ইংলিশ।

যদিও বোলিংয়ের সামর্থ্য থাকায় একাদশ নির্বাচনে ইংলিশের চাইতে অবশ্যই এগিয়ে থাকবেন তিনি। কিছুদিন আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দুটি আনঅফিসিয়াল টেস্টে তার ১৪৫ রানের ইনিংসটাও বিবেচনায় থাকবে টিম ম্যানেজমেন্টের। সেই ম্যাচে সাতটি উইকেটও নেন তিনি।

অফ স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন ওয়েবস্টার। পরে মিডিয়াম পেসার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। প্রয়োজন পড়লে অফ স্পিনও করতে দেখা যায় তাকে। চলমান এই সিরিজের প্রথম টেস্টটি হেরে ইতোমধ্যেই ১-০ ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।