|| ডেস্ক রিপোর্ট ||
দুই বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরলেন দিলারা আক্তার। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের জন্য তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুই বছর আগে, ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে অভিষেক হয় দিলারার। সেই সিরিজে প্রথম ম্যাচে ১৮ বলে আট রান আসে তার ব্যাটে। দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যাটিংয়ের সুযোগই পাননি তিনি।
সেই সিরিজের পর আর ওয়ানডেতে ডাক পাননি দিলারা। তবে এই ফরম্যাটে নিজের সামর্থ্যের জানান দিয়ে যাচ্ছিলেন তিনি। গত মে-জুন মাসে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে স্বপ্নের মতো সময় পার করেছিলেন তিনি।
সেই আসর শেষে রান সংগ্রাহকের তালিকায় মুর্শিদা খাতুন ও ফারজানা হকের পরপর ছিলেন দিলারা। আবাহনী লিমিটেডের জার্সি গায়ে ৯ ইনিংসে ৪৭.৫৬ গড়ে ৪২৮ রান করেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৩৮.০৬। সেবারের আসরে ৪২টি চারের সঙ্গে ২৫টি ছক্কাও মারেন তিনি।
ওয়ানডে দলে দিলারার সুযোগ না পাওয়াটা বিস্ময়ের ছিল। তবে এই সময়টায় টি-টোয়েন্টি দলে নিয়মিত খেলছেন তিনি। এখন পর্যন্ত ১৮ ইনিংসে ৯৬.৭৪ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ২০৮ রান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৪ রানের বিশাল ব্যবধানে জিতে বাংলাদেশ।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার, দিলারা আক্তার।