promotional_ad

তিন সেঞ্চুরিতে মুলতানে পাকিস্তানের দাপট

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৫৫৬ রান করে অল আউট হয়েছে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ১ উইকেটে ৯৬ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ইংলিশরা। স্বাগতিকদের চেয়ে এখনও ৪৬০ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড।


বড় লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। তারা দলীয় ৪ রানেই হারায় ওলি পোপের উইকেট। নাসিম শাহর করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শর্ট অব লেন্থ ডেলিভারিতে পুল করতে গিয়ে বাউন্সে পরাস্ত হয়ে মিড উইকেটে আমের জামালের হাতে ক্যাচ দেন।


promotional_ad

এরপর দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৯২ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেন জ্যাক ক্রলি ও জো রুট। এরই মধ্যে ক্রলি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। তিনি অপরাজিত আছেন ৬৪ বলে ৬৪ রান করে। আর রুটের ব্যাট থেকে এসেছে ৫৪ বলে ৩২ রান।


এদিকে আগের দিনই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ ও ওপেনার আব্দুল্লাহ শফিক। দ্বিতীয় দিন ৮ নম্বরে নেমে ১১৯ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আঘা সালমান। মূলত তার সেঞ্চুরি ভর করেই পাকিস্তানের পাঁচশর বেশি পুঁজি পায়।


টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে এই নিয়ে চতুর্থবার পাকিস্তানের তিন ব্যাটার একই ইনিংসে সেঞ্চুরির দেখা পেলেন। এ ছাড়া প্রথম দিনশেষে অপরাজিত থাকা সাউদ শাকিল আউট হয়েছেন ১৭৭ বলে ৮২ রান করে। তিনিও পেতে পারতেন সেঞ্চুরি দেখা, তবে শোয়েব বশিরের শিকার হয়ে সাজঘরে ফেরায় সেটা আর হয়নি।


শাকিলকে নিয়ে সপ্তম উইকেটে ৫৭ রান যোগ করেছেন সালমান। এরপর নবম উইকেটে শাহীন শাহ আফ্রিদিকে নিয়ে আরও ৮৫ রান যোগ করেন পাকিস্তানের এই ব্যাটার। মূলত এই জুটিই পাকিস্তানের সংগ্রহ বাড়িতে নিতে বড় ভূমিকা রেখেছে। ৪৯ বলে ২৬ রান করে ফিরেছেন আফ্রিদি।


অন্যপ্রান্তের ব্যাটারদের আসা যাওয়ার কারণে ইনিংস আর লম্বা হয়নি সালমানের। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জ্যাক লিচ। আর ২টি করে উইকেট নিয়েছেন গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। একটি করে উইকেট পান ক্রিস ওকস, শোয়েব বশির ও জো রুট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball