গ্লোবাল সুপার লিগ

গ্লোবাল সুপার লিগে খেলতে পারে রংপুর রাইডার্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:40 সোমবার, 07 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে এক সময় আয়োজন হতো চ্যাম্পিয়ন লিগ টি-টোয়েন্টি। যদিও নানা বাস্তবতার কারণে লম্বা সময় ধরে বন্ধ রয়েছে এই টুর্নামেন্টটি। সম্প্রতি এই টুর্নামেন্টটিকে আবার ফিরিয়ে আনা যায় কিনা এমন আলোচনা চলছে বিভিন্ন মহলে।

এরই মধ্যে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগটি। এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে গ্লোবাল সুপার লিগ। 

ওয়েস্ট ইন্ডিজের এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি ফ্র্যাঞ্চাইজি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফরচুন বরিশালকে অংশগ্রহণ করতে বলা হলে তারা অপারগতা জানিয়েছে। 

এ প্রসঙ্গে ফারুক বলেন, 'গ্লোবাল সুপার লিগ, পাঁচটা দল নিয়ে খেলা হবে এবং ৫ টা দেশ থেকে আসবে। বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে আসবে। আমাদেরকে অফার করেছে, আমরা প্রথমে গত বছরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে অফার করেছিলাম। তারা তাদের অপারগতা জানিয়েছে। তারপর আমরা আরেকটা সেমিফাইনালিস্ট দলকে দায়িত্ব দিয়েছি তারা যাবে যদি সব কিছু ঠিক থাকে।'

বরিশাল যেতে না চাওয়ায় গ্লোবাল সুপার লিগ খেলার সুযোগ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তবে বিপিএলের এবারের আসরে অংশগ্রহণ না করা এবং আপাতত নাফিসা কামাল দেশের বাইরে থাকায় তাদের সুযোগ থাকছে না। যার ফলে সেমিফাইনালে ওঠা বাকি দুই দলের মাঝে একটি দলকে পাঠানোর কথা ভেবেছে বিসিবি। 

সব কিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে দেখা যেতে পারে রংপুর রাইডার্স। বিপিএলের একবারের চ্যাম্পিয়নদের খেলার বিষয়টি ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। ফারুক বলেন, ‘সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স, তারা যাওয়ার সম্ভাবনা আছে।'

এই টুর্নামেন্টে আরও খেলতে দেখা যাবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল হ্যাম্পশায়ারকে। এ ছাড়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং অস্ট্রেলিয়ার একটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সেই দুইশ থেকে কারা খেলবে সেটা নিশ্চিত হওয়া যায়নি। টুর্নামেন্টটিতে অংশ নেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সও।

গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল পাবে ১ মিলিয়ন ডলার। টুর্নামেন্টটি চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। মূলত গায়ানার সরকারের পরিকল্পনাতেই এই টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। মোট ম্যাচ হবে ১১টি। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর সেমি ফাইনাল ও ফাইনাল।

এখন থেকে প্রতিবছরই টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। যদিও এই সময় বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়েও রয়েছে ধোঁয়াশা। কারণ এই সময় আবুধাবি টি-টেন ও বাংলাদেশ জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকবে।

ভারতীয় মালিকানাধীন বিভিন্ন দল বিশ্ব জুড়ে ফ্যাঞ্চাইজি লিগে খেলে থাকে। তাদের মধ্যে থেকে কেউ এই টুর্নামেন্টে অংশ নেবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই টুর্নামেন্টটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ক্যারিবীয় কিংবদন্তী ক্লাইভ লয়েডকে।