সিপিএল

১৯ বলে ৬৬ রান নিয়ে সেন্ট লুসিয়াকে শিরোপা জেতালেন জোন্স-চেজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:37 সোমবার, 07 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

২০ ওভারে লক্ষ্য ১৩৯ রানের। যদিও শুরুর ব্যাটারদের ব্যর্থতায় ক্রমশ কঠিন হয় সেই লক্ষ্য। এক পর্যায়ে দরকার ছিল ৫ ওভারে ৬৬ রান। তবুও অ্যারন জোন্স এবং রস্টন চেজের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৯ বলেই ৬৬ রান করে ফেলে সেন্ট লুসিয়া। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ছয় উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপাও জিতে দলটি।

রান তাড়া করতে নেমে ১০ ওভার শেষে ৪ উইকেটে ৫১ রান তোলে লুসিয়া। ততক্ষণে ফিরে গেছেন অধিনায়ক ফাফ ডু প্লেসি, জনসন চার্লস, আকিম অগাস্টে এবং টিম সেইফার্ট। রোমারিও শেফার্ডের বলে বোল্ড হয়ে ফিরে যান ১০ বলে সাত রান করা চার্লস।

২১ বলে ২১ রান করা দু প্লেসিকে ফেরান মঈন আলী। এরপরের ওভারে অগাস্টেকে (১৫ বলে ১৩ রান) বোল্ড করে ফেরান কেভিন সিনক্লেয়ার। তারপরের ওভারে ১০ বলে তিন রান করা সেইফার্টকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন ডোয়াইন প্রিটোরিয়াস।

দ্রুত ৪ উইকেট হারিয়ে ফেলার পর চেজ ও জোন্স ঢুকে পড়েন খোলসের মধ্যে। পঞ্চম ওভারের শেষ বল থেকে ১৫তম ওভারের শেষ বল পর্যন্ত টানা ৬১ বলে একটিও বাউন্ডারিও হাঁকাতে পারেনি লুসিয়া। ১৫ ওভারে দলের রান ছিল ৭৩।

পরিস্থিতি যখন ক্রমশ কঠিন হয়ে অসম্ভবের দিকে যাচ্ছিল, তখনই বীরদর্পে দলকে জয়ের কক্ষপথে ফেরান জোন্স ও চেজ। মঈনের এক ওভারে ২৭ রান নিয়ে ৩০ বলে ৬৬ রানের সমীকরণকে ২৪ বলে ৩৯ রানে নামিয়ে আনেন এই দুই ব্যাটার।

তারপর ডোয়াইন প্রিটোরিয়াসের করা ১৭তম ওভার থেকে ২০ রান নেন এই দুজন। আর শেফার্ডের করা ১৮তম ওভারে আসে আরও ১৮ রান। ১৯তম ওভারের দ্বিতীয় বলে গায়ানা অধিনায়ক ইমরান তাহির ওয়াইড দিলে ১১ বল হাতে রেখেই জিতে যায় সেন্ট লুসিয়া।

যুক্তরাষ্ট্রের হার্ড-হিটার জোন্স অপরাজিত থাকেন ৩১ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪৮ রান করে। চেজ মাঠ ছাড়েন দুটি চার ও দুটি ছক্কায় ২২ বলে ৩৯ রান নিয়ে।

এর আগে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩৮ রান তোলে গায়ানা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মধ্যে ইনিংস সর্বোচ্চ ২৫ রান করেন প্রিটোরিয়াস। এ ছাড়া ২২ রান আসে শাই হোপের ব্যাটে। লুসিয়ার বোলারদের মধ্যে ১৯ রান খরচায় তিন উইকেট নেন নুর আহমেদ।