promotional_ad

‘ভারতের জন্য বাংলাদেশ অ্যাপিটাইজার ছিল’

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে টেস্টে কোন জয় ছিল না বাংলাদেশের। অথচ নাজমুল হোসেন শান্তরা রাওয়ালপিন্ডিতে রূপকথার গল্প লিখে ফেলেছিলেন। পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করার মতো ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পর ভারত কিংবা অন্যান্য প্রতিপক্ষরা বাংলাদেশকে ভিন্ন চোখে দেখবে, এমন আশার কথা শুনিয়েছিলেন দেশের সমর্থকরা। পাকিস্তানের মতো ভারতেও এমন পারফরম্যান্সে আলো ছড়াবেন ক্রিকেটাররা।


অথচ চেন্নাই, কানপুরে হয়েছে ঠিক উল্টোটা। ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিপক্ষে টেস্টে টাইগারদের হারতে হয়েছে ২-০ ব্যবধানে। যেখানে আড়াই দিনে টেস্ট হারার গল্পও লুকিয়ে আছে। টেস্টের ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশ টেনে এনেছে টি-টোয়েন্টিতেও। জার্সির রঙ বদলালেও বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ভাগ্য বদলাতে পারেনি সফরকারীরা। গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে বলার মতো কিছুই করে দেখাতে পারেনি বাংলাদেশ।


লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, পারভেজ হোসেন ইমনদের আসা-যাওয়ার মিছিলে শান্ত এবং মেহেদী হাসান মিরাজের ব্যাটে শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১২৭ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়ায় সূর্যকুমার যাদব, সাঞ্জু স্যামসন এবং হার্দিক পান্ডিয়ারা ম্যাচ শেষ করেছেন ১১.৫ ওভার, ৪৯ বল হাতে রেখে। বাংলাদেশের বিপক্ষে পাওয়া ৭ উইকেটের জয়ে ভারতের প্রশংসা করেছেন বাসিত আলী।


promotional_ad

ভারতের প্রশংসার দিনে বাংলাদেশকে খোঁচা দিতে ভুলেননি পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে বাসিত বলেন, ‘ভারত তাদের আধিপত্য দিয়ে ক্রিকেটটা বদলে দিয়েছে। তাদের জন্য বাংলাদেশ ছিল শুধু একটা অ্যাপিটাইজার (মূল খাবারের আগে রুচি বাড়াতে যে হালকা খাবার পরিবেশন করা হয়)।’


নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শুভমান গিল, ঋষভ পান্ত, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সাওয়ালদের বিশ্রাম দিয়েছে ভারত। যার ফলে অধিনায়ক সূর্যকুমার ও হার্দিক ছাড়া স্কোয়াডে বড় কোন তারকা নেই। বাংলাদেশের বিপক্ষে ডাক পাওয়া অভিষেক শর্মা, মায়াঙ্ক যাদব, হার্শিত রানা, নীতিশ রানা রেড্ডিরা সবাই আইপিএলের পারফর্মার। ভারতের একাদশকে তাই আইপিএল একাদশ বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বাসিতের।


এমন মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার। বাসিত বলেন,‘এটা আইপিএল একাদশ, ভারত দল নয়। (ইয়াসভি) জয়সোয়াল, (শুভমান) গিল, অক্ষর প্যাটেল, ঋষভ পন্ত, (শ্রেয়াস) আইয়ার নেই। (রবি) বিষ্ণই খেলেনি। এরপরও তাদের (বাংলাদেশ) তারা ১১ ওভারের চেয়ে একটু বেশিতে হারিয়ে দিয়েছে।’


ভারতে বাংলাদেশ দলের এমন পারফরম্যান্স দেখে বাসিতের বিশ্বাসই হচ্ছে না তারাই কিনা পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বাসিত বলেছিলেন, ‘বাংলাদেশকে বৃষ্টিও বাঁচাতে পারবে না।’ সেই কথা টেনেই এবার বলেছেন, ভারতে বাংলাদেশকে বৃষ্টিও বাঁচাতে পারেনি।


এ প্রসঙ্গে বাসিত, ‘এটা কি সেই একই বাংলাদেশ দল, যারা পাকিস্তানকে ধবলধোলাই করেছিল? ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে তো আপনারা দেখেছেনই। তারা প্রথমটি হারল এবং এরপর (দ্বিতীয় টেস্টে) কার্যত দুই দিনে হেরেছে। এমনকি বৃষ্টিও তাদের বাঁচাতে পারেনি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball