promotional_ad

দুই উপায়ে বাংলাদেশে দেখা যাবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশের ক্রিকেট দর্শকরা মেতে উঠতে পারতেন ক্রিকেটের উৎসবের আমেজে। আজ থেকেই বাংলাদেশে মাঠে গড়ানোর কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও রাজনৈতিক পট পরিবর্তনের পর এই বিশ্ব আসর বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।


মেয়েদের এই বিশ্ব আসর মাঠে গড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। শারজাহতে অনুষ্ঠিত প্রথম ম্যাচেই বাছাই পেরিয়ে আসা স্কটল্যান্ডের বিপক্ষে যেখানে লড়তে দেখা যাবে বাংলাদেশ নারী দলকে। বাংলাদেশ অংশ নেয়ায় এই টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশের দর্শকদেরও চোখ থাকবে টিভিতে।


promotional_ad

পাশাপাশি যারা মুঠোফোনে খেলা দেখতে চান তাদের জন্য দারুণ এক সুবিধা নিয়ে হাজির হয়েছে টফি। মেয়েদের এই বিশ্ব আসরের পুরোটাই দেখা যাবে সেখানে। আর বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন নাগরিক এই বিশ্ব আসর সরাসরি সম্প্রচার করবে।


পাকিস্তানের দর্শকরা পিটিভি ও টেন স্পোর্টসে দেখতে পারবেন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সাউথ আফ্রিকার দর্শকরা ঘরে বসে সুপার স্পোর্ট ক্রিকেট এবং সুপার স্পোর্ট আফ্রিকা এবং তাদের অ্যাপে সরাসরি খেলা দেখতে পারবেন।


শ্রীলঙ্কায় বসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা যাবে মহারাজা টিভিতে। আর টিভি ওয়ানের ওয়েবসাইটেও দেখা মিলবে মেয়েদের এই বিশ্বকাপের। এর বাইরে আইসিসি টিভি অ্যাপেও খেলা দেখা যাবে দেশটি থেকে। যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকরা খেলা দেখতে পারবেন উইলো টিভিতে।


আর ক্যারিবিয়ান ক্রিকেট ভক্তরা খেলা দেখতে পারবেন ইএসপিএন প্লে ক্যারিবিয়ান অ্যাপে। আর প্রথমবারের মতো ডিজনি প্লাস আইসিসির পুরো টুর্নামেন্ট দেখানোর ব্যবস্থা করেছে ইএসপিএন প্লে অ্যাপে। সেখানেও খেলা দেখতে পারবেন দর্শকরা।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball