promotional_ad

এসএ টোয়েন্টিতে সর্বোচ্চ মূল্য হেনড্রিকসের, অবিক্রিত বাভুমা-জর্জি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউথ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এসএ টোয়েন্টির নিলাম অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। নিলামে চড়া মূল্য পেয়েছেন প্রোটিয়া ওপেনার রিজা হেনড্রিকস। তাকে সর্বোচ্চ ৪.৩ মিলিয়ন রান্ড বা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি দিয়ে কিনেছে এমআই ক্যাপটাউন।


সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ করেছিলেন রিজা। অবশ্য গত আসরের দল জোবার্গ সুপার কিংস তাকে নিলামের আগে ছেড়ে দেয়। আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি পেয়েছেন এই প্রোটিয়া ব্যাটার। এবার সেই ফর্মেরই মূল্য পেলেন তিনি।


ক্যাপটাউনে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন রসি ভ্যান ডার ডাসেন ও রায়ান রিকেলটনকে। এদিকে নিলামে অবিক্রিতই থেকেছেন সাউথ আফ্রিকার সীমিত ওভারের অধিনায়ক টেম্বা বাভুমা ও ব্যাটার টনি ডি জর্জি। নিলাম থেকে শামার জোসেফকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে ডারবান সুপার জায়ান্টস।


তাকে ৪ লাখ ২৫ হাজার রান্ডে কিনেছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশি টাকায় তার মূল্য দাঁড়ায় প্রায় ৩০ লাখ। জোসেফ এরই মধ্যে সুপার জায়ান্টসের আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লক্ষৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন। তিনি কদিন আগেই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সিপিএলের চ্যাম্পিয়ন হয়েছেন।


আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ দলের পাকিস্তান সফর রয়েছে। সিরিজটি চলবে  ১৬ থেকে ২৮ জানুয়ারি। আর এসএ টোয়েন্টি শুরু হবে ৯ জানুয়ারি থেকে। ফলে পাকিস্তান সিরিজের জন্য এসএ টোয়েন্টির একটি অংশ মিস করতে পারেন জোসেফ।


নিলাম শেষে এসএ টোয়েন্টি ৬ দলের স্কোয়াড-


promotional_ad

ডারবানের সুপার জায়ান্টস:


ব্রেন্ডন কিং, কুইন্টন ডি কক, নাভিন-উল-হক, কেন উইলিয়ামসন, ক্রিস ওকস, প্রেনেলান সুব্রায়েন, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, নূর আহমেদ, হেইনরিখ ক্লাসেন, জন-জন স্মাটস, উইয়ান মুল্ডার, জুনিয়র ডালা, ব্রাইস পার্সন্স, ম্যাথু ব্রিজকে, জেসন স্মিথ, মার্কাস স্টইনিস, শামার জোসেফ ও সিজে কিং।


জোবার্গ সুপার কিংস:


ফাফ ডু প্লেসি, মঈন আলি, জনি বেয়ারস্টো, মাহিশ থিকশানা, ডেভন কনওয়ে, জেরাল্ড কোয়েতজি, ডেভিড ভিসে, লিউস ডু প্লোয়, লিজাড উইলিয়ামস, নান্দ্রে বার্গার, ডোনোভান ফেরেইরা, ইমরান তাহির, সিবোনেলো মাখনিয়া, তাবরাইজ শামসি, উইহান লুব্বি, ইভান জোন্স, ডগ ব্রেসওয়েল ও জেপি কিং।


এমআই ক্যাপটাউন:


রশিদ খান, বেন স্টোকস, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট, আজমাতুল্লা ওমরজাই, ডেওয়াল্ড ব্রেভিস, রায়ান রিকেল্টন, জর্জ লিন্ডে, নুয়ান থুশারা, কনর এস্টারহুইজেন, ডেলানো পটগিটার, রাসি ভ্যান ডার ডাসেন, থমাস কাবের, ক্রিস বেঞ্জামিন, করবিন বস, কলিন ইনগ্রাম, রিজা হেনড্রিকস, ড্যান পিড, ট্রিস্টান লুউস।


প্রিটোরিয়া ক্যাপিটালস:


অ্যানরিখ নরকিয়া, জিমি নিশাম, উইল জ্যাকস, রহমানউল্লাহ গুরবাজ, লিয়াম লিভিংস্টোন, উইল স্মিড, মিগাইল প্রিটোরিয়াস, রাইলি রুশো, ইথান বস, ওয়েইন পার্নেল, সেনুরান মুত্তুস্বামী, কাইল ভেরেইনে, ড্রায়ন ডুপাভিলন, স্টিভ স্টক, তিয়ান ভ্যান ভুরেন, মার্কেস অ্যাকারম্যান, এভিন লুইস, কাইল সিমন্ডস, কিগান লায়ন।


পার্ল রয়্যালস:


ডেভিড মিলার, মুজিব উর রহমান, স্যাম হেইন, জো রুট, দীনেশ কার্তিক, কুয়েনা মাফাকা, লুয়ান্দ্রে প্রিটোরিয়াস, বির্জন ফরটুইন, লুঙ্গি এনগিডি, মিচেল ভ্যান বুরেন, কিথ ডুজেন, নকাবা পিটার, অ্যান্ডিলে ফেহলুকায়ো, কোডি ইউসুফ, জন টার্নার, দায়ান গ্যালিয়াম, জ্যাকব বেথেল, রুবিন হারম্যান ও দেওয়ান মারাইস।


সানরাইজার্স ইস্টার্ন কেপ:


এইডেন মার্করাম, জ্যাক ক্রলি, ভ্যান ডার মারউই, লিয়াম ডসন, ওটেনিল বার্টম্যান, মার্কো জানসেন, বেয়ার্স সোয়ানেপোয়েল, ক্যালেব সেলেকা, ট্রিস্টান স্টাবস, জর্ডান হারম্যান, প্যাট্রিক ক্রুগার, ক্রেইগ ওভারটন, টম অ্যাবেল, সাইমন হার্মার, অ্যান্ডিল সিমেলেন, ডেভিড বেডিংহ্যাম, ওকুহলে সেল, রিচার্ড গ্লিসন ও ড্যানিয়েল স্মিথ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball