promotional_ad

‘ভারতকে হারিয়ে সবাই মজা পায়, বাংলাদেশকে মজা নিতে দিন’

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানোর সুখ স্মৃতি নিয়ে ভারতে গেছে বাংলাদেশ দল। কদিন পরেই ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। অবশ্য এই গুরুত্বপূর্ণ সিরিজের আগে পরিসংখ্যান বাংলাদেশের হয়ে কথা বলছে না।


এখনও পর্যন্ত ১৩ টেস্ট খেলে ১১ টিতেই ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটিতে টাইগাররা হেরেছে ইনিংস ব্যবধানে। যদিও বৃষ্টির আশীর্বাদে দুটি টেস্টে ড্র করেছিল বাংলাদেশ। এখনও পর্যন্ত ভারতের বিপক্ষে জয় অধরাই আছে টাইগারদের।


এবার অবশ্য অনেক আশা নিয়ে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। আসন্ন এই সিরিজে নাজমুল হোসেন শান্তর দলকে রীতিমতো হুমকি দিয়ে রাখলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন সব দলই ভারতকে হারাতে চায়। বাংলাদেশ যদি ভারতকে হারানোর কথা ভেবে মজা পায় তাকে মজা নিতে দিতে চান তিনি।



promotional_ad

সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘সবাই ভারতকে হারাতে চায়। ভারতকে হারিয়ে সবাই মজা পায়। ঠিক আছে, বাংলাদেশকে কথা বলতে দিন। ওদের মজা নিতে দিন। ইংল্যান্ডও তো আমাদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অনেক কথা বলেছিল। কিন্তু আমাদের কাজ মাঠের পারফরম্যান্স দিয়ে জবাব দেওয়া। যখন ইংল্যান্ড এসেছিল, সংবাদ সম্মেলনে অনেক কথা হচ্ছিল। কিন্তু আমরা কথা শুনে মনোযোগ হারাইনি, নিজেদের খেলায় মনোযোগ দিয়েছিলাম। এবারও আমাদের একই লক্ষ্য—ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতা।’


তবে আরেক প্রশ্নের উত্তরে বাংলাদেশকে সমীহের চোখেই দেখার কথা বলেছেন রোহিত। বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তবে বাংলাদেশের বিপক্ষে জিততে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেবেন বলেও জানিয়েছেন রোহিত।


তার ভাষ্য, ‘বাংলাদেশ দল খুব ভালো খেলছে, তাদের প্রতিপক্ষ হিসেবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়া।’


টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে বাংলাদেশের সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ ভারতের পরবর্তী দুই সিরিজ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে। কিউইদের বিপক্ষে তিন টেস্টের পর অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত। তাই বাংলাদেশ সিরিজের গুরুত্বের কথাও মাথায় আছে রোহিতের।



তিনি বলেছেন, ‘এই সিরিজের পর আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট এবং তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ; কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পৌঁছানোর জন্য আমাদের সব ম্যাচেই জিততে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball