বাংলাদেশ-ভারত সিরিজ

সাকিবের ভূমিকা নেয়ার জন্য তৈরি মিরাজ, বলছেন হাথুরুসিংহে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:08 মঙ্গলবার, 17 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

এক সময় শুধু বোলার পরিচয়ে জাতীয় দলে খেলতেন মেহেদী হাসান মিরাজ। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে গড়ে তুলেছেন তিনি। এর সুফল পাচ্ছে বাংলাদেশও। পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ে ব্যাটে-বলে দারুণ অবদান রেখেছেন মিরাজ।

বাংলাদেশ দল এখন ভারত সফরে। দুদিন আগেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে পা রেখেছে বাংলাদেশ। প্রথম সংবাদ সম্মেলনেই মিরাজকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে। তিনি সেখানে মিরাজকে 'ভবিষ্যৎ সাকিব' বলে আখ্যা দিয়েছেন।

এর পেছনে যুক্তিও আছে। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ দুই টেস্টে মিরাজ পেয়েছেন ১০ উইকেট। আর সাকিবের ঝুলিতে মাত্র ৫ উইকেট। সেই সঙ্গে ৮ নম্বরে ব্যাট করে মিরাজের নামের পাশে প্রথম টেস্টে লড়াকু ১৭৯ বলে ৭৭ রানের ইনিংসও আছে।

আর দ্বিতীয় টেস্টে সপ্তম উইকেটে লিটন দাসের সঙ্গে মিরাজের ১৬৫ রানের জুটি বাংলাদেশের ক্রিকেট রূপকথারও অংশ হয়ে গেছে। সেই ম্যাচে ১২৪ বলে ৭৮ রানের আরেকটি চোখ জুড়ানো ইনিংস খেলেন মিরাজ। হাথুরুসিংহে মনে করেন মিরাজের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি।

চেন্নাইতে হাথুরুসিংহে বলেছেন, ‘যখনই সে দলে থাকে, বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ভূমিকা রাখে। যেভাবে আমরা দলে ভারসাম্য আনতে চাই, সে থাকলে সেই কাজটা অবশ্যই সহজ হয়ে যায়। আমরা যে একজন বাড়তি বোলার বা একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে চাই, সেটা তার অলরাউন্ড সামর্থ্যের জন্যই পারি। সে শুধু ওই সমন্বয়টাই সহজ করে না, নিজের বিশাল অভিজ্ঞতাটাও যোগ করে।’

সাকিবের সঙ্গে তুলনা করে মিরাজকে নিয়ে বলেছেন, ‘সে সম্ভবত এ মুহূর্তে সবচেয়ে লম্বা ক্যারিয়ারের আন্তর্জাতিক খেলোয়াড় আর এখন তো সে কাউন্টি ম্যাচ খেলে এসেছে। তার শারীরিক অবস্থাও ভালো। তাই শুধু স্কিল দিয়ে নয়, অন্যান্য দিক থেকেও দলের জন্য অনেক কিছু নিয়ে আসবে।’

বাংলাদেশের প্রধান কোচের মতে গত পাঁচ-ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটারদের মধ্যে একজন মিরাজ। সেই সঙ্গে মিরাজ সাকিবের ভূমিকা নেয়ার জন্য তৈরি আছেন বলে বিশ্বাস টাইগার কোচের। মিরাজের ফিল্ডিংয়েরও সমালোচনা করেছেন তিনি।

এ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেছেন, ‘আমার কাছে সে গত পাঁচ বা ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার। সত্যিকার অর্থেই সে (ভবিষ্যতে) সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, নিশ্চিত করেই যেটা তার বড় শক্তির জায়গা, সেই বোলিংয়েরও উন্নতি ঘটিয়েছে। এখন সে নিজের ব্যাটিংয়ের উন্নতি ঘটিয়েছে। সে অসাধারণ একজন ফিল্ডারও।’