promotional_ad

জিম্বাবুয়ের হয়ে খেলতে চান টম-স্যামের সহোদর বেন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দুই ভাই টম কারান এবং স্যাম কারান ইংল্যান্ডের হয়ে খেললেও আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা-ভাবনা ভিন্ন বেন কারানের। জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করতে চান টম এবং স্যামের ভাই বেন।


ইংল্যান্ড-জিম্বাবুয়ে দুই দেশের মধ্যে দারুণ যোগসূত্র রয়েছে কারান পরিবারের। কারানদের তিন ভাইদের বাবা কেভিন কারেন জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ১১টি ওয়ানডে। ১৯৮৩ থেকে ১৯৮৭ সালের মধ্যে রোডেশিয়ানদের হয়ে খেলেছেন তিনি। ২০১২ সালে মারা যান তিনি।



promotional_ad

টম এবং স্যাম ইংল্যান্ডের হয়ে অনেকটা নিয়মিতই খেলছেন। বেনের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আপাতত জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। জিম্বাবুয়ের জার্সি পরতে বদ্ধ পরিকর তিনি।


বেন বলেন, ‘আমি ইংল্যান্ড–জিম্বাবুয়ে দুই দেশেই থেকেছি। তবে জিম্বাবুয়ের সঙ্গেই যোগসূত্র অনেক শক্তিশালী বলে আমি মনে করছি। সেখানে (জিম্বাবুয়ে) বেড়ে উঠেছি। শৈশবের বেশির ভাগ সময় কাটিয়েছি এবং মা-বাবার জন্মও সেখানে।’


‘অসাধারণ এক গল্প হবে এটা, তা–ই না? সুযোগ এলেই লুফে নিতে হবে। সত্যি সত্যিই এমন হলে (জিম্বাবুয়ে দলে সুযোগ) তা আমার জন্য অনেক অদ্ভুত এবং আবেগের মিশ্রণ থাকবে। মায়ের কথাই আমি চিন্তা করব। আমার চেয়ে মা–ই বেশি আবেগপ্রবণ হবেন বলে মনে করছি।’



কিছুদিন আগে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নর্দাম্পটনশায়ারের হয়ে খেলেছিলেন বেন। তার বাবা কেভিনও ইংল্যান্ডে কাউন্টি খেলেছিলেন, সেটাই মনে করিয়ে দিলেন তিনি।


বেন আরও বলেন, ‘এতে তো একটা চক্র পূরণ হবে, তাই না? তিনি (কেভিন কারান) নর্দাম্পটনে খেলেছেন। আমিও খেলেছি। আশা করি আমি সেখানে (জিম্বাবুয়ে) ফিরব এবং জিম্বাবুয়ের হয়ে প্রতিনিধিত্ব করব। সেখানে তিনি খেলেছেন এবং কোচিং করিয়েছেন। এমনটা হলে তো দারুণ হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball