ইংল্যান্ড - অস্ট্রেলিয়া সিরিজ

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডোয়ার্শিস-কোনোলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:00 সোমবার, 16 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

নাথান এলিসের পর চোটের সঙ্গে লড়ছেন রাইলি মেরিডিথ এবং হাভিয়ের বার্টলেট। তিন পেসারের এমন অবস্থায় অনেকটা বাধ্য হয়েও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ডেকে নেয়া হয়েছে বেন ডোয়ার্শিসকে। বাঁহাতি পেসারের সঙ্গে স্কোয়াডে যুক্ত হয়েছেন কুপার কোনোলি।

স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কোনোলির। স্কটিশদের পর ইংল্যান্ডের বিপক্ষেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি। বাঁহাতি স্পিনে অবশ্য এখন পর্যন্ত উইকেটের দেখা পাননি এই অলরাউন্ডার। এমনকি অজিদের হয়ে ব্যাটিংয়েও নামার সুযোগ হয়ে উঠেনি কোনালির।

টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলা এই স্পিন অলরাউন্ডার শুরুতে ছিলেন কেবল ২০ ওভারের ক্রিকেটের জন্য। তবে ইংল্যান্ড সফরের ওয়ানডে দলের জন্যও রেখে দেয়া হচ্ছে তাকে। কোনালির পাশাপাশি ৫ ম্যাচের সিরিজে ডাক পেয়েছেন ডোয়ার্শিস। মূলত পেসারদের চোটের মিছিলের কারণে ইংলিশদের বিপক্ষে খেলার সুযোগ তৈরি হয়েছে তার।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন পেশির অস্বস্তিতে ভুগতে দেখা গেছে তাকে। এমন অবস্থায় ব্যাক আপ হিসেবে রিজার্ভ ক্রিকেটারের তালিকায় রাখা হয়েছে মাহলি বিয়ার্ডমেন। সবশেষ যুব বিশ্বকাপে বল হাতে আলো ছড়ানো ৬ ফুট ২ ইঞ্চির পেসারকে প্রথমবারের মতো জাতীয় দলের রাডারে আনা হয়েছে।

বেনোনিতে ভারতের বিপক্ষে জেতা ফাইনালে ১৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছিলেন বিয়ার্ডমেন। এখন পর্যন্ত একটি মাত্র লিস্ট ‘এ’ক্রিকেটের ম্যাচ খেলেছেন। এ ছাড়া চলতি বছরের বিগ ব্যাশের জন্য ড্রাফট থেকে দল পেয়েছেন তিনি। আগষ্টে হওয়া সেই ড্রাফট থেকে তাকে নিয়েছে পার্থ স্কচার্স।

বিয়ার্ডমেনের পাশাপাশি কলাম ভার্ডলি, চার্লি অ্যান্ডারসন এবং টম স্টকারকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেন এবং গ্লেন ম্যাক্সওয়েল থাকায় বাড়তি আত্মবিশ্বাসী করে তুলবে অজিদের ওয়ানডে দলকে।

অস্ট্রেলিয়ার স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, কুপার কোনোলি, বেন ডোয়ার্শিস, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হেজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা।